একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষের দুটি এল কক্ষে আট m kokhe দুটি ইলেকট্রন আছে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত মৌলের পরমাণুর m koher 2ti electron sorie Nile je ayon তৈরি হবে তার সংকেত লেখ
Answers
Answered by
9
মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হলো ১২।
- কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক হল সেই মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের মোট সংখ্যা।
- এখন প্রশ্নে বলা হয়েছে যে মৌলটি নিস্তড়িত অর্থাৎ মৌলে অবস্থিত প্রোটনের সংখ্যার সাথে ইলেকট্রনের সংখ্যা সমান হবে।
- এখন প্রদত্ত মৌলটি তে মোট ইলেকট্রনের সংখ্যা হল -
২+৮+২ = ১২ টি
- অতএব,মৌলটিতে প্রোটন সংখ্যাও হবে ১২। অর্থাৎ মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে ১২।
এখন ওই মৌলের পরমাণুর M কক্ষ থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার বর্ণনা হলো নিম্নরুপ -
- ধরি, মৌলটির রাসায়নিক সংকেত হলো X।
- এখন দুটি ইলেকট্রন বর্জন করলে মৌলটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে।
- ফলত, X²+ আয়নটি উৎপন্ন হবে।
Similar questions
Science,
5 months ago
Psychology,
5 months ago
Geography,
5 months ago
Math,
11 months ago
English,
11 months ago