India Languages, asked by darkdavil7, 11 months ago

MADHYAMIK ILI 1
(INCLUDING HIGH MADRASAH)
2018-2019
SECTION-A
SETS OF QUESTION PAPERS FROM DISTRICTS FOR
INTER-SCHOOL TEST EXAMINATION, 2018
BENGALI (First Language)
১। সঠিক উত্তরটি নির্বাচনে করে ;
১৭x১=১৭
১.১ “আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে”- (ক) এক বিস্ময় (খ) এক মহা বিপর্যয় (1)
এক ইতিহাস (ঘ) এক কণাধুলি। ১.২ “চুরি না করুক, সাহায্য করেছে” – (ক) তেওয়ারি (খ)
রামদাস (গ) অপূর্ব (ঘ) মহাপাত্র। ১.৩ “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে?
– উক্তিটির বক্তা হল– (ক) ইসাব (খ) পাঠান (গ) বাহালি বৌদি (ঘ) কালিয়া। ১,৪ “খণ্ড
খণ্ড করিয়া কাটিন” – কাকে কাটার কথা|| বলা হয়েছে? (ক) দাশরথিকে (খ) বৈরিদলকে (গ)
শত্রুদলকে (ঘ) অসুরদলকে। ১.৫ “তাহাতে বিচিত্র টঙ্গি” টঙ্গি’ হল – (ক) উঁচু পর্বত (খ)
প্রাসাদ (গ) বাড়ী (ঘ) উদ্যান। ১.৬ “বজ্ৰশিখার মশাল জ্বেলে আসছে”– (ক) কালাপাহাড় (খ)
ভয়ংকর (গ) প্রলয়ংকর (ঘ) অগ্রপথিক। ১.৭ “লাঠি তােমার দিন ফুরাইয়াছে।”-কথাটি কার?
(ক) সত্যজিত রায়ের (খ) বঙ্কিমচন্দ্রের (গ) জগদীশচন্দ্রের (ঘ) বিবেকানন্দের। ১.৮ “তলােয়ারের
চেয়ে শক্তিধর হল”- (ক) বােমা (খ) ক্ষেপণাস্ত্র (গ) কলম (ঘ) বন্দুক। ১.৯ “হিমালয় যেন
পৃথিবীর মানদণ্ড” – উক্তিটি কার? (ক) বানভট্টের (খ) বিশাখা দত্তের (গ) কালিদাসের (ঘ) অশ্ব
| ঘােযের। ১.১০“সকলের তরে সকলে আমরা”-রেখাঙ্কিত অংশটি হল- (ক) নির্দেশক (খ)
নিমিত্ত কারক (গ) কর্মকারক (ঘ) সম্বােধুন পদ। ১.১১ কোটি অনুসর্গের উদাহরণ – (ক)
জন্য (খ) এর (গ) এবং (ঘ) কে। ১.১২ কোন্ সমাসে ব্যাসবাক্যের উভয় পদের অর্থই প্রাধান্য
পায়? (ক) দ্বিগু সমাসে (খ) তৎপুরুষ সমাসে (গ) দ্বন্দ্ব সমাসে (ঘ) কর্মধারয় সমাসে। ১.১৩
‘রাজপথ’-এর ব্যাসবাক্য হল (ক) পথের রাজা (খ) রাজা চালিত পথ (গ) রাজার পথ (ঘ) রাজা
| গমন করে যে পথে। ১.১৪ “তাকে চেনা যেমন শক্ত, তেমনি ধরাও শক্ত”-বাক্যটি হল (ক)
নির্দেশক (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) সরল বাক্য। ১.১৫ “আবার তােরা মানুষ হ”
– এটি কী ধরনের বাক্য? (ক) অস্ত্যর্থক বাক্য (খ) অনুজ্ঞাসূচক বাক্য (গ) আবেগসূচক বাক্য (ঘ)
প্রশ্নসূচক বাক্য। ১.১৬ কর্ম যখন কর্তার ন্যায় আচরণ করে, তখন তাকে বলে – (ক) কর্মবাচ্য
(খ) কর্মকর্তৃবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্তৃবাচ্য। ১.১৭ শিষ্য গুরু দ্বারা প্রশংসিত হল—এটি কোন
বাচ্যের দৃষ্টান্ত? (ক) কর্মবাচ্য (খ) কর্তৃবাচ্য (গ) কর্মকর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য।​

Answers

Answered by dolanag1985
0

Answer:

1) এক কণা ধুলি।

2) খ্রিস্টান মেয়ে।

3) ইসাব।

4)

Similar questions