Mahadesh sancharan kake bole
Answers
Answer:
wegner এর মতবাদ অনুযায়ী, কার্বনিক ফেরাস উপযোগী উপযোগে মহাদেশগুলি একত্রিত হয়ে অবস্থান করতো, যার নাম প্যানজিয়া এবং তার পাশে যে সুবিশাল জলাশয় অবস্থান করতো, তার নাম প্যানথালাসা । তার পরবর্তী মিথু জৈনিক যুগে জুয়ারি শক্তি ও অভিকর্ষ শক্তির সমন্বয়ে প্যানজিয়া খন্ডে খন্ডে ভেঙে সরতে থাকে । এই প্রক্রিয়াকে মহাদেশ সঞ্চরণ বা মহীসঞ্চরণ বলা হয় ।
Explanation:
hope it's helpful for u ☺️
Explanation:
সমগ্র পৃথিবীর অভ্যন্তর কতগুলো কাল্পনিক প্লেট দ্বারা নির্মিত। এই প্লেট গুলোর উপরে মহাদেশ গুলো অবস্থিত। ভূঅভ্যন্তরে অবস্থিত প্লেট গুলো সর্বদা গতিশীল। যেহেতু মহাদেশ গুলো প্লেট গুলোর উপর অবস্থিত, তাই প্লেট গুলোর গতি পথ অনুসারে মহাদেশগুলো গতিশীল(চলাচল করে)। কিন্তু এই গতি খুব ধীর হওয়ায় আমরা সহজে এটি বুঝতে পারি না। সংক্ষেপে এটিই মহাদেশীয় সঞ্চরণ বা প্রবাহ নামে পরিচিত। আলফ্রেড ভেগেনার সর্বপ্রথম এই তত্বটি প্রদান করেন বলে এটি ভেগেনার তত্ব নামে পরিচিত।