Marasmas rogar katra ke ke lokhban daka jay
Answers
Answered by
0
Explanation:
মেরাসমাস কাকে বলে বা কী?
মেরাসমাস (marasmus) একটি অপুষ্টিজনিত রোগ । ভীষণ অপুষ্টিজনিত রোগ যে কোনো মানুষের হতে পারে। তবে, শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ বেশি।
এই রোগের কয়েকটি লক্ষণ শিশুদের মধ্যে বেশি দেখা যায়। যেমন, ওজন কমা : এর ফলে বৃদ্ধি তেমনভাবে হয় না বা ওজন বাড়ে না।
ডিহাইড্রেশন: এর ফলে হাত ও পা ফুলে ওঠে।
পেট বেড়ে যায়।
ডায়ারিয়া হয়।
এই রোগ সারাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। বিশেষ পুষ্টিকর খাবার, রিহাইড্রেশন প্ল্যান এবং সর্বদা অবজারভেশনে (observation) রাখতে হবে এই সমস্ত রোগীকে যতক্ষণ না স্বাভাবিক অবস্থায় আসে।
Answered by
0
ওজন কমানো. শারিরীক বিকাশ ও বৃদ্ধি. শুষ্ক ত্বক এবং চোখ। ভঙ্গুর চুল। ডায়রিয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা কম। পেটের সংক্রমণ এবং ল্যাকটোজ অসহিষ্ণুতা। শ্বাসযন্ত্রের সংক্রমণ।
Similar questions