নীচের প্রশ্নগুলির উওর . বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) : (ক) ৫২ X ৩ = (a) ৫ X ৩ + ২ X ৩ (b) ৫০ X ৩ + ২ X ৩ (c) ২০ X ৩ + ৫ X ৩ (d) ৫ x ২ x ৩
Answers
Answered by
1
Answer:
ক) 156
a) 15
b) 156
c) 75
d) 30
Answered by
0
সমাধান:
এখন, ৫২ × ৩ = (৫০ + ২) × ৩ = ৫০ × ৩ + ২ × ৩
অতএব, (b) ৫০ × ৩ + ২ × ৩ হলো সঠিক উত্তর।
অতিরিক্ত:
এই অংশটি ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধির জন্য দেওয়া হল। পরীক্ষার খাতায় লিখবে না।
গুণের সাপেক্ষে বিচ্ছেদ নিয়ম - a, b ও c তিনটি যে-কোনো সংখ্যা হলে আমরা লিখতে পারি,
a × (b + c) = a × b + a × c
এটিই হলো বিচ্ছেদ নিয়ম।
আবার, ৫২ × ৩
= (৫০ + ২) × ৩
= ৫০ × ৩ + ২ × ৩
= ১৫০ + ৬
= ১৫৬
Similar questions