World Languages, asked by aneek346raj, 1 year ago

কবতাটির মধ্যে একটি mobile number লুকিয়ে আছে, বলুন তো দেখি।
ছন্দে ছন্দে আছে লেখা,
খুঁজলে পরে পাবে দেখা।
গ্রহ, ঋতু, দ্বাদশরাশি,
তারা-মন্ডলে আছেন ঋষি।
বেদ পড়িলে বাড়বে জ্ঞান,
বাণ মারিলে ভাঙ্গবে ধ্যান।।
দশভূজায় দেবীর বরণ,
ক্রোধে জ্বলে শিবের নয়ন।
আছে কত বুদ্ধি তোমার,
বল তো দেখি mobile number? ​

Answers

Answered by imhasan007
5

Answer:

rgeudyegr usune

shhebdbd

Explanation:

hrhrhdudhrvthsosodieje oe sh

Answered by HanitaHImesh
4

প্রশ্ন অনুসারে আমাদের নিম্নলিখিত কবিতাটি থেকে মোবাইল নাম্বার টি খুঁজে বের করতে হবে।

কবিতাটি হলো

ছন্দে ছন্দে আছে লেখা,

খুঁজলে পরে পাবে দেখা।

গ্রহ, ঋতু, দ্বাদশরাশি,

তারা-মন্ডলে আছেন ঋষি।

বেদ পড়িলে বাড়বে জ্ঞান,

বাণ মারিলে ভাঙ্গবে ধ্যান।।

দশভূজায় দেবীর বরণ,

ক্রোধে জ্বলে শিবের নয়ন।

আছে কত বুদ্ধি তোমার,

•সৌরজগতে মোট নয়টি গ্রহ রয়েছে তাই প্রথম সংখ্যাটি হবে ৯

• এবং যেহেতু ছয়টি ঋতু রয়েছে যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাই দ্বিতীয় সংখ্যাটি হবে ৬,

•দ্বাদশ রাশি তাই সংখ্যাটি হবে ১২,

• যেহেতু তারামণ্ডলে সাতজন ঋষি রয়েছেন বলে আমরা জানি তাই সংখ্যাটি হবে ৭

•এবং যেহেতু হিন্দু ধর্মে চারটি বেদ রয়েছে যথা ঋক, সাম ,যদু, অথর্ব তাই সংখ্যাটি হবে ৪

•যেহেতু পঞ্চবান তাই সংখ্যাটি হবে ৫

•এবং দশভূজা অর্থাৎ দশটি হাত তাই সংখ্যাটি হবে ১০

•এবং যেহেতু ভগবান শিবের তিনটি নয়ন রয়েছে তাই সর্বশেষ সংখ্যাটি হবে ৩

অর্থাৎ সম্পূর্ণ মোবাইল নম্বরটি হবে ৯৬১২৭৪৫১০৩/ 9612745103

Similar questions