Physics, asked by omarfarukk670, 9 months ago

Model Activity Task
আমাদের পরিবেশ
Class - V
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখাে ;
১. তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করাে।
পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম এবং সেটি কীসের জন্য বিখ্যাত তা লেখাে ।
‘অরণ্য সপ্তাহ' পালন করা দরকার কেন ?
বেশি কীটনাশক ব্যবহার করলে কী কী ক্ষতি হবে ?
৫. লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় সম্বন্ধে লেখাে।​

Answers

Answered by Anonymous
4

প্রদত্ত প্রশ্নগুলির উত্তরসমূহ হলো -

  • উত্তরবঙ্গের নদীগুলি দ্বারা বাহিত পলিমাটি এবং নুড়িকাঁকড় দিয়ে তরাই অঞ্চলের বহু অঞ্চল সৃষ্টি হয়েছে।
  • পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম আসানসোল এবং এই শহরটি কয়লা খনির জন্য সুপ্রসিদ্ধ।
  • মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য এবং বৃক্ষরোপণের মতোন অনুষ্ঠানের মাধ্যমে সবুজ সংরক্ষণমূলক কাজের জন্য অরণ্য সপ্তাহ পালন একান্তভাবে প্রয়োজন।
  • বেশি কীটনাশক ব্যাবহার করলে জমির উর্বরতা কমবে এবং নিকটবর্তী জলাভূমি দূষিত হবে
  • লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য আমাদের সেই প্রজাতির মাছ শিকার কড়াভাবে বন্ধ করাতে হবে এবং কৃত্রিম উপায়ে সেই মাছ চাষ করে তাদের ববংশবিস্তারের সহায়তা করতে হবে।
Similar questions