my favourite
hobby paragraph in bengali
Answers
Answer:
Sorry, I don't know Bengali language.
• প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট শখ থাকে। এইসব পূরণের মাধ্যমে মানুষ নিজের আনন্দটুকু খুঁজে পায়। ইংরেজিতে এইসব কেই hobby বলা হয়। মানুষের বিভিন্ন রকমের শখ থাকে কারোর বই পড়া, কারোর বাগান পরিচর্যা করা, কারোর খেলাধুলা করা, কারোর ছবি একটা আবার কারোর গান-বাজনা করা ধরনের শখ মানুষের থেকে থাকে। এইসব শখের দ্বারা মানুষের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা গুলি বেরিয়ে আসে। নিজের কাজের সময়টুকু বাদ দিয়ে , মানুষ তার সবগুলি নিয়ে ব্যস্ত হয়ে ওঠে এর দ্বারা প্রত্যেকের মানসিক বিকাশ ঘটে।তাই প্রত্যেকের আপনার নির্দিষ্ট শখ বা হবি থাকা অত্যন্ত জরুরী যার দ্বারা মানুষ তার ব্যস্ত সময় গুলির মাঝে একটু আনন্দ খুঁজে নিতে সমর্থ হয়। অবসন্ন দুঃখিত মনকে সুস্থ করে দিতে একমাত্র ক্ষমতা রাখে তার সেই শখ বা হবি।অবসর সময়ে মানুষ তার হবি বা শখগুলি নিয়ে ব্যস্ত থাকলে তার সময় গুলো খুব সুন্দর ভাবে কাটে এবং মনের দিক থেকে আনন্দ লাভ করেন।সমস্ত রকমের চিন্তা দূরীভূত হয় যখন মানুষ তার শখ পূরণ করতে অথবা হবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাই এক কথায় বলা যায় প্রত্যেক মানুষের একটি নির্দিষ্ট শখ বা হবি থাকা অত্যন্ত জরুরি।