India Languages, asked by dipakparadise, 6 days ago

My favourite season in bengali

Answers

Answered by taniapaul
0

Answer:

পৌষ ও মাঘ এই দু মাস শীতকাল I এই সময় রোদ খুব আরামদায়ক হয়ে ওঠে I আমাদের দেশে যেহেতু গরমের ভাব বেশি, তাই শীতকাল অনেকের কাছেই খুব প্রিয় ৷ ভোরে কুয়াশা ও রাতে শিশির পড়ে I দিন ছোটো ও রাত বড়ো হয় I চাষিরা মাঠ থেকে নতুন ধান কেটে আনে I শীত হল ফুলের ঋতু I কত রকমের যে ফুল ফোটে, তার ইয়ত্তা নেই I নানা ধরনের শাকসবজিও পাওয়া যায় I মানুষ চড়ুইভাতি করে I বিভিন্ন জায়গায় বেড়াতে যায় I শীতল বাতাস মাঝে মাঝে গায়ে কাঁপুনি ধরায় I ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রোগও এই সময় হয়৷

Answered by sandipsagare8588
0

Answer:

Explanation:

পৌষ ও মাঘ এই দু মাস শীতকাল I এই সময় রোদ খুব আরামদায়ক হয়ে ওঠে I আমাদের দেশে যেহেতু গরমের ভাব বেশি, তাই শীতকাল অনেকের কাছেই খুব প্রিয় ৷ ভোরে কুয়াশা ও রাতে শিশির পড়ে I দিন ছোটো ও রাত বড়ো হয় I চাষিরা মাঠ থেকে নতুন ধান কেটে আনে I শীত হল ফুলের ঋতু I কত রকমের যে ফুল ফোটে, তার ইয়ত্তা নেই I নানা ধরনের শাকসবজিও পাওয়া যায় I মানুষ চড়ুইভাতি করে I বিভিন্ন জায়গায় বেড়াতে যায় I শীতল বাতাস মাঝে মাঝে গায়ে কাঁপুনি ধরায় I ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানা রোগও এই সময় হয়৷

Similar questions