My idol person essay in Bengali
Answers
Answer:
Sorry mate don't know bengali
আমার আদর্শ ব্যক্তি :
_______________
• ভূমিকা : আমাদের সকলেরই জীবনে কোন না কোন আদর্শ ব্যক্তি রয়েছে যিনি আমাদেরকে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। সেরকম আমার আদর্শ হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
• বিবরণ : নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কোন বিবরণ হয়তো কোন ভারতবাসীকে দিতে লাগবেনা কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামে যুদ্ধে তার অসীম সাহসিকতার পরিচয় সম্পর্কে আমরা সকলেই অবগত। ইংরেজ সরকারের বিরুদ্ধে যখন সবাই ভীত ছিল, তখন একমাত্র নেতাজি ছিলেন যিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন।
• আদর্শের স্রোত : বর্তমান সময়ে বাঙালি জাতিকে অনেক ক্ষেত্রে খাটো করা হয়ে থাকে বিভিন্ন রকমের কারণের জন্য কিন্তু এর ব্যাতিক্রম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার এই ব্যতিক্রমতা এবং অসীম সাহসিকতা আমাকে সর্বদাই অসীম অনুপ্রেরণা যোগায়।
• উপসংহার : নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাঙ্গালীদের নয় ,আমাদের ভারতবর্ষের একজন অমূল্য রত্ন।তাই আমাদের সকলেরই উচিত তার জীবনী সম্পর্কে অধ্যয়ন করে তার মতাদর্শে নিজেদেরকে আত্ম-বলিয়ান করে তোলা।