১.২ My Native land, good night!’ -উদ্ধৃতিটি—মাইকেল মধুসূদন দত্তের/বায়রনের/ শেক্সপিয়রের/মিলটনের।
Answers
Answered by
14
Answer:
Language not known
Explanation:
Answered by
3
My Native land, good night! -উদ্ধৃতিটি বায়রনের।
প্রশ্নের উদ্ধৃতি :
- উদ্ধৃত প্রশ্নটি সুবিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
উত্তরের তাৎপর্য :
- প্রশ্নটি যদিওবা মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকেই নেওয়া হয়েছে, কিন্তু এই কবিতার একদম শুরুতেই যে ইংরেজি ভাষায় উদ্ধৃতিটি (My Native land, good night) দেওয়া হয়েছে তা বায়রনের (Byron)।
- তাই আমাদের এই উত্তরের ব্যাপারে মাথায় রাখতে হবে যে কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কিন্তু শুরুর উদ্ধৃতিটি বায়রনের।
সুতরাং, আমরা জানতে পারলাম যে উক্ত উদ্ধৃতিটি বায়রনের।
Similar questions