MZIP(x, y)
TACAN
চিত্র: অধিবৃত্ত
অধিবৃত্ত কাকে বলে?
Answers
Answered by
8
নীচের প্রত্যেকটি লেখা কথা পরস্পর পড়ো।একদম শেষে পাবে তোমার প্রশ্নের উত্তর।
কোনো একটি বৃত্তের একটি জ্যা এবং একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বৃত্তাংশ (segment) বলে।
চিত্রে দেখেছি একটি বড়ো বৃত্তাংশ এবং একটি ছোটো বৃত্তাংশ। এই বড়ো বৃত্তাংশটিকে অধিবৃত্তাংশ (Major segment) বলে এবং ছোটো বৃত্তাংশটিকে উপবৃত্তাংশ (Minor segment) বলে।
গণিতশাস্ত্রে কোনো একই অক্ষ বিশিষ্ট এবং একই শীর্ষবিন্দু বিশিষ্ট দুইটি ফাঁপা কোনককে একটি সমতল দ্বারা কাটলে যে বক্ররেখাদ্বয় পাওয়া যায় তাকে অধিবৃত্ত বলে ৷ সমতলটি অক্ষের সমান্তরাল হওয়া জরুরী নয় ৷ একটি অধিবৃত্ত বলতে একই সমতলে অবস্থিত দুইটি বক্ররেখাকেই বুঝায় ৷
Attachments:
Similar questions