English, asked by mushabbira17gmailcom, 11 months ago

National flag pragraph in bengali​

Answers

Answered by mdfarhadalam567
4

Answer:

ভারতের জাতীয় পতাকা [National Flag of India]:- জাতীয় পতাকা জাতীয় মর্যাদার প্রতীক । ভারতের জাতীয় পতাকার তিনটি রং । ওপরে গাঢ় গৈরিক বর্ণ ত্যাগ, বৈরাগ্য ও সাহসিকতার প্রতীক । মাঝে সাদা রং শান্তি ও সত্যের প্রতীক । নীচের সবুজ রং বিশ্বাস ও প্রাণ প্রাচুর্যের ইঙ্গিত বহন করে । সাদা রং -এর মাঝখানে ঘন নীল রঙের চব্বিশটি দণ্ডযুক্ত "অশোকচক্র" হল ন্যায়, ধর্ম ও প্রগতির প্রতীক । ১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ জুলাই ভারতীয় গণপরিষদ কর্তৃক ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা অনুমোদিত হয় । পরবর্তীকালে এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পতাকার মর্যাদা লাভ করে । ভারতে এই পতাকাটিকে সাধারণত "তেরঙা" বা "ত্রিবর্ণরঞ্জিত পতাকা" বলা হয় । পিঙ্গালি ভেঙ্কাইয়া কৃত ভারতীয় জাতীয় কংগ্রেসের "স্বরাজ" পতাকার ভিত্তিতে এই পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল । জাতীয় পতাকা ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গর্বের প্রতীক । এই পতাকার অধিকার অর্জনের জন্য লক্ষ লক্ষ শহিদ অকাতরে স্বাধীনতার বেদিমূলে প্রাণ বিসর্জন দিয়েছেন । তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বশত এই পতাকাকে সর্বদা ঊর্ধে তুলে ধরা দেশবাসী মাত্রেরই প্রধান ও পবিত্র কর্তব্য ।

আইনত, কেবলমাত্র খাদিবস্ত্র দিয়েই জাতীয় পতাকা প্রস্তুত করার নিয়ম রয়েছে । ভারতীয় মানক ব্যুরো [Bureau of Indian Standards] এই পতাকা উৎপাদনের পদ্ধতি ও নির্দিষ্ট নিয়মকানুন স্থির করে দেয় । ২০০৫ সালে পতাকাবিধি পুনরায় সংশোধন করে কয়েকটি বিশেষ ধরনের বস্ত্র ব্যবহারের অতিরিক্ত ব্যবস্থা করা হয় । জাতীয় পতাকা তৈরির অধিকার খাদি উন্নয়ন ও গ্রামীণ শিল্প কমিশনের হাতে ন্যস্ত । এই কমিশন বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীকে জাতীয় পতাকা তৈরির অধিকার দিয়ে থাকে । ২০০৯ সালের তথ্য অনুযায়ী জাতীয় পতাকার একমাত্র উৎপাদক হচ্ছে কর্ণাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ । পতাকার ব্যবহারবিধি "ভারতীয় পতাকাবিধি" (Flag Code) আইন অনুসারে নিয়ন্ত্রিত হয় । পুরনো বিধি অনুযায়ী, স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস সহ অন্যান্য জাতীয় দিবস ছাড়া সাধারণ নাগরিকেরা পতাকা উত্তোলন করতে পারতেন না । ২০০২ সালে, এক নাগরিকের আপিলের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সাধারণ নাগরিকদের জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে পতাকাবিধি সংস্কারের নির্দেশ দেন । সেই মতো ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকাবিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে জাতীয় পতাকার ব্যবহার অনুমোদিত করে ।

Explanation:

please mark as brainlist answer....

Answered by Rapanzeel
6

Answer:

ভারতের জাতীয় পতাকা হলো কেন্দ্রে চব্বিশটি দণ্ডযুক্ত নীল "অশোকচক্র" সহ গেরুয়া, সাদা ও সবুজ আনুভূমিক আয়তাকার ত্রিবর্ণরঞ্জিত পতাকা। ১৯৪৭ সালের ২২ জুলাই গণপরিষদের একটি অধিবেশনে এই পতাকার বর্তমান রূপটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকা হিসেবে গৃহীত হয়েছিল। পরবর্তীকালে এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় পতাকার মর্যাদা লাভ করে। ভারতে এই পতাকাটিকে সাধারণত "ত্রিরঙ্গা পতাকা" বা "ত্রিবর্ণরঞ্জিত পতাকা" বলা হয়। পিঙ্গালি ভেঙ্কাইয়া কৃত ভারতীয় জাতীয় কংগ্রেসের "স্বরাজ" পতাকার ভিত্তিতে এই পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল।

Similar questions