Computer Science, asked by shadhinislam642, 5 months ago


গ) সফটওয়্যার ব্যতীত হার্ডওয়ার অচল বর্ণনা কর।
২। ক) প্রিন্টার কি?
খ) ইনপুট আউটপুট ডিভাইস বলতে কি বুঝায়?
গ) OMR ও OCR এর পার্থক্য লিখ।
৪। ক) জিপ ভাইভ কি /
খ) RAM ও ROM এর পার্থক্য লিখ?
গ) হার্ড ডিস্ক বৈশিষ্ট লিখ?​

Answers

Answered by Anonymous
1

প্রদত্ত প্রশ্নগুলির উত্ত নিম্নরুপ -

  • সফটওয়্যার হলো কম্পিউটারের মধ্যেকার পরিচালন শক্তি। যেমন আমাদের দেহের বিভিন্ন অঙ্গকে কাজে লাগানোর জন্য আমাদের নিজস্ব চেতনাশক্তি প্রয়োজন তেমনই, কম্পিউটারের হার্ডওয়্যার পরিচালনের জন্য সফটওয়্যার একান্তরুপে প্রয়োজনীয়। হার্ডওয়্যারের কাজের আভ্যন্তরীণ নির্দেশ এবং পরিচালনা সফটওয়্যার দ্বারাই করা হয়ে থাকে।
  • যে সকল ডিভাইস দিয়ে আমরা কম্পিউটারে তথ্য প্রদান করি তাদের ইনপুট ডিভাইস বলে। উদাহরণ - কিবোর্ড
  • যে সকল ডিভাইস দিয়ে কম্পিউটার আমাদের কোন কাজের ফলাফল প্রদান করে তাদের আউটপুট ডিভাইস বলে। যেমন - মনিটর
  • OMR সিস্টেম কেবলমাত্র পূর্বনির্ধারিত জায়গায় দাগ দেওয়া আছে কিনা তা যাচাই করতে পারে কিন্তু OCR সিস্টেম কাগজের উপরে লিখিত সব চিহ্ন বা লেখনী যাচাই করতে সক্ষম।
  • ZIP Drive হলো একধরনের রিমুভেবল ফ্লপি ডিস্ক। পুরোনো আমলে এটি একটি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হতো।
  • RAM সাময়িকভাবে তথ্য ধরে রাখে কিন্তু ROM ডিলিট না করা অবধি পাকাপাকিভাবে তথ্য ধরে রাখে।
  • হার্ড ডিস্ক কম্পিউটারের প্রধান স্টোরেজ ডিভাইসের মধ্যে অন্যতম। এর মধ্যে সত্যিকারের ধাতব চাকতি (ডিস্ক) থাকে তথ্য সংরক্ষণের জন্য।
Similar questions