Social Sciences, asked by ghoshnilima698, 1 month ago

৩.১ তোমার চেনা দু'রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও ?


only Answer me please

Answers

Answered by MisSadaa007
26

Answer:

৩.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।

উত্তর: আমার চেনা দু'রকমের রাসায়নিক বিক্রিয়া হলো (i) দুধ থেকে ছানা তৈরি হওয়া। (ii) লোহার পেরেকে মরিচা পড়া।

Answered by qwmagpies
1

আমার চেনা দু'রকমের রাসায়নিক বিক্রিয়া হল-

  1. লোহাতে মরচে পড়া।
  2. খাবার সোডা এবং লেবুর রসের বিক্রিয়া।
  • লোহা বাতাসে ভাসমান জলকনা এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করে যাকে লোহাতে মরচে পড়া বলে।
  • খাবার সোডা হল একধরনের ক্ষার ও লেবুর রসের সাথে বিক্রিয়া করে লবন তৈরি করে।
Similar questions