Only bengalis solve the question
Answers
Answer:
HEY MATE HERE IS YOUR ANSWER
Step-by-step explanation:
একটি গোলিপথের আত্মকথা :
ছোটবেলার কথা গুলো মনে পরলেই মন টা শুধুই সেই ছোট- বেলার সেই দো- তলা ঘর, সেই চা এর দোকান আর সেই আঁকা- বাঁকা ঘরের লগোআ গোলিপথে চলে যেতে চায়ে ।
আজ আমরা আমাদের নিজেস্শ কাজে মগ্ন । গলি পথ, ঘর, দেশ , মা বাবা, ভাই - বন সবার থেকে বিছিন্ন । সেই গোলিপথের কথা সব চে বেশি মনে পড়ে । কতো কান্ড টাই না করেছি সেই গোলিপথে, লোকের বাড়ির জানলা ভাঙা থেকে শুরু করে, বুড়োর টাকও ফাটিএছি । আজ আমারি মতন গোলিপথ টাও আমাকে খুব মনে করে নিশ্চই । আমি ঐ গলির সাথে মিলে মিশে একাকার হয়ে গেছি । আমি তার কথা শুনতে পারি, তার স্পর্শ অনুভভ করতে পারি । সে বলছে যে আজ আর আমার সাথে কেউ খেল করে না, আমি বড় একা, আমি নিরীহ । আমার মনে আছে যে আমরা গলি টার একটা নাম ও দিয়েছিলাম, " খোকন " । কি অদ্ভূৎ ভাবে আমরা ওই গলির সাথে বন্ধুত্ত করে ছিলাম । না একবার অন্তত সেই গলির সাথে দেখা করতে আমাকে আমার ভিটে তে যেতেই হবে । সেই গলি আমাকে ডাকছে- ' মন্মহিনি একবার দেখা করে যাও না তোমার সেই ছোট্ট বেলার বন্ধু " খোকন " এর সাথে ।
I HOPE THIS ANSWER WILL HELP YOU..
SO, PLEASE MARK ME AS BRAINLIEST AND FOLLOW ME.....