ORS তৈরিতে কী কী উপাদান প্রয়োজন
Answers
Answered by
21
. ORS এর পুরো নাম Oral Rehydration Salt.
অর্থাৎ মুখে খাওয়ার জন্য যে স্যালাইন।
তাকেই বুঝানো হচ্ছে ORS.
Composition of ORS
জেনে নিই বানানোর পদ্ধতি,কি করে বানাতে হয়,কি কি উপাদান থাকবে এবং এর পরিমাণ:-
1- বানানোর পদ্ধতি আধা লিটার বিশুদ্ধ ঠান্ডা পানিতে গুলাতে হবে।
2- সোডিয়াম ক্লোরাইড(Nacl)---1.75gm
3-পটাসিয়াম ক্লোরাইড(Kcl)---0.75gm
4- Trisodium citrate---1.45gm
5- Glucose anhydrous---10gm
Answered by
1
ORS অর্থাৎ ওরাল রিহাইড্রেশন সল্ট হল বিভিন্ন ধরনের লবণ (ইলেক্ট্রোলাইট) এবং চিনি এর সংমিশ্রন যা ডিহাইড্রেশন রোধ করে বা বিপরীত করে এবং ডায়রিয়া এবং বমির মতো পরিস্থিতিতে হারিয়ে যাওয়া লবণ প্রতিস্থাপন করে। ওআরএস বাজারে পাউডার আকারে পাউডার আকারে পাওয়া যায় কিন্তু এটি যে কেউ সহজেই এটি বাড়িতেও তৈরি করতে পারে। তার জন্য যা যা প্রয়োজন তা হল -
- পরিষ্কার জল - 1 লিটার ।
- চিনি - ছয় ভর্তি চা চামচ ( যেখানে 1 চা চামচ = 5 গ্রাম)
- লবণ - আধা চা চামচ
- সমস্ত কিছু একটি পরিস্কার পাত্রে নিয়ে চিনি দ্রবীভূত না হওয়া পর্যন্ত মিশ্রণটি নাড়তে হবে। কিন্তু পরিমান সঠিক হওয়া প্রয়োজজঙ্কারন অত্যধিক চিনি ডায়রিয়াকে আরও খারাপ করে তুলতে পারে এবং অত্যধিক লবণ শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।
- বাড়িতে তৈরি দ্রবণটি বেশিরভাগ ক্ষেত্রেই পর্যাপ্ত এবং রিহাইড্রেশনের জন্য খুবই কার্যকর। ।
#SPJ6
Similar questions