Science, asked by reshmatara48, 2 months ago

প্রশ্নগুলির উত্তর লেখাে :
ORS তৈরিতে কী কী উপাদান প্রয়ােজন? ক ন, নুন, চিনি
২. কী কী কারণে ভূমিক্ষয় হয় ?
. মানবদেহের তিনটি বড়াে হাড়ের নাম লেখাে ও সেগুলি কোথায় পাওয়া যায় তা লেখে
মাটির একটি উপকারী ও দুটি অপকারী উপাদানের নাম লেখো।
তােমার জানা তিনটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দাও।​

Answers

Answered by subashadvocate1974
0

Answer:

মাটি বা মৃত্তিকা হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। পাথর গুঁড়ো হয়ে সৃষ্ট খনিজ পদার্থ এবং জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি গঠিত হয়। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয় আবহবিকার, বিচূর্ণিভবন ইত্যাদি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পাথর থেকে মাটির উদ্ভব হয়েছে। সে কারণে অতি প্রাচীন কালের মাটি পৃথিবীতে পাওয়া যায় না । ভূ-ত্বক, জলস্তর, বায়ুস্তর এবং জৈবস্তরের মিথস্ক্রিয়ার মাধ্যমে পাথর থেকে মাটি তৈরি হয়।রাশিয়ান বিজ্ঞানী Dokuchaevকে মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয়।তিনি মৃত্তিকা সম্পর্কে ধারণা দেন।তার সংঙ্গা অনুযায়ী Soils are applied solely to those superficial or nearly superficial horizons of rocks, that have been more or less modified naturally by the interaction of water, air and various kinds of organisms, either living or dead; this being reflected in a certain manner in the composition, structure and color of such formations. Where these conditions are absent, there are no natural soils, but artificial mixtures of rock.

i hope it will help full

follow for more

Similar questions