History, asked by uttamsardar645, 8 months ago

OTG
ঙ। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন?
টেলিগ্রাফ ব্যাবস্থা কী?​

Answers

Answered by shanon2005
0

Answer:

please write in English

Answered by Anonymous
1

প্রদত্ত প্রশ্নগুলির উত্তর হল নিম্নরূপ -

  • আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কারণ, আফ্রিকা ইউরোপিয়ানদের কাছে অনেক যুগ ধরে অনাবিষ্কৃত ছিলো এবং আফ্রিকার অন্তস্থলের বেশীরভাগ অঞ্চল অত্যন্ত দুর্গম প্রাকৃতিক পরিবেশের জন্য আরও অনেককাল অধরাই থেকে যায়। সেই জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করা হয়ে থাকে।
  • টেলিগ্রাফ ব্যবস্থা হলো এক ধরনের যান্ত্রিক যোগাযোগ স্থাপনের ব্যবস্থা যার সাহায্যে অনেক দূর দূরান্তে লিখিত বার্তা সাংকেতিক মাধ্যমের সাহায্যে পৌঁছানো সম্ভব হয়। কিন্তু, বর্তমানে আরো আধুনিক যোগাযোগ ব্যবস্থা আবিষ্কার হয়ে যাবার ফলে টেলিগ্রাফ ব্যবস্থা আর ব্যবহার হয় না বললেই চলে।
Similar questions