Math, asked by biswasnirmal1977, 13 hours ago

P এবং Q বিন্দু দুটি যুক্ত করে অসংখ্য সরল রেখাংশ পাওয়া যায় । ঠীক না ভুল?
মডেল অ্যকিটভিটি ট্যাক্স
প্রনচম শেরণি গণিত​

Answers

Answered by rishita2942
0

Answer:

DCkdnhkjhfgjhngg vgdliskjRkyagdftjdhghj

Answered by Anonymous
0

এটি ভুল যে, P এবং Q বিন্দু দুটি যুক্ত করে অসংখ্য সরল রেখাংশ পাওয়া যায়

  • এখানে দুইটি প্রদত্ত বিন্দু হল P এবং Q।
  • এখন আমরা জানি যে, কোন সরলরেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
  • তাই আমরা যদি দুটি বিন্দুর মাধ্যমে সরলরেখাংশের প্রান্তবিন্দুদ্বয় আগে থেকেই নির্ধারিত করে দিই, তাহলে উক্ত দুই প্রান্তবিন্দুদ্বয়ের মাধ্যমে কেবলমাত্র একটি (১টি) সরলরেখা অঙ্কন করা সম্ভব।
  • যদি দুটি প্রান্তবিন্দুর বদলে আমরা কেবলমাত্র একটি প্রান্তবিন্দু আগে থেকে নির্ধারিত করে দিতাম, তাহলে দ্বিতীয় প্রান্তবিন্দুর উপস্থিতি অন্য যে কোন স্থানে হতে পারার দরুণ অসীমসংখ্যক সরলরেখাংশ নির্মিত হওয়া সম্ভবপর হতো।
Similar questions