India Languages, asked by atinmehera9889, 1 year ago

Paragraph about "পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা"I (in Bengali for 5 numbers).​

Answers

Answered by Swarup1998
12

পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা

ভূমিকাঃ আমাদের চারপাশের জীব ও জড় দ্বারা তৈরী জগৎই হল আমাদের পরিবেশ। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আর তার ফলে মানুষই স্বার্থান্বেষী হয়ে প্রকৃতিকে সংহার করে গড়ে তুলছে আধুনিক জনবসতি।

পরিবেশ দূষণঃ জল, মাটি ও বাতাস হল পরিবেশের মূল তিনটি উপাদান। কলকারখানা থেকে নির্গত ও মানুষের ব্যবহৃত দূষিত বর্জ্য পদার্থগুলি জল, মাটি ও বাতাসে মিশে দূষণের মাত্রা ক্রমাগত বাড়িয়ে চলেছে। ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস এবং বিদ্যুৎশক্তি উৎপাদনের মূলে যে দহন হয়, তার ফলে পরিবেশে প্রাণবায়ু অক্সিজেনের মাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। বিজ্ঞানের এই একবিংশ শতাব্দীতে মারণাস্ত্র পারমাণবিক বোমা, নিউক্লিও বোমা ইত্যাদির এক আঘাতে এক বিরাট অঞ্চলের সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঋতু পরিবর্তন পূর্ণরূপে ব্যহত। প্রকৃতি নিজের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য কৃত্রিমতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

পরিবেশ রক্ষা ও ছাত্রছাত্রীঃ সারা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ছাত্রছাত্রীরা। একমাত্র এরাই পারে প্রকৃতি রক্ষার গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে। একজন ছাত্র বা ছাত্রী যদি সচেতন হয়, তবে সে তার পরিবার থেকে শুরু করে গ্রাম অথবা শহরের কোনায় কোনায় পৌঁছে দিতে পারে পরিবেশ রক্ষার গুরুত্ব ও মানুষ হিসাবে দায়বদ্ধতা। ছাত্রছাত্রীরা জনসমাবেশ তৈরী করে 'বৃক্ষরোপণ' অভিযান করতে পারে। এর ফলে প্রতিবছর কয়েক কোটি গাছের চারা রোপণ হবে সারা পৃথিবী জুড়ে। পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়বে, রোধ হবে ভূমিক্ষয়, ঋতু পরিবর্তন সুন্দর হবে। আধুনিক যন্ত্রের ব্যবহার কমাতে প্ল্যাস্টিক ও অন্যান্য জিনিসের পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহার বিষয়ে মানুষজনকে সচেতন করবে এই ছাত্রছাত্রীরাই।

উপসংহারঃ একটি সুন্দর পৃথিবী কল্পনা করতে হবে ও তার বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে যে প্রকৃতি হল আমাদের 'মা' আর আমাদের কর্তব্যই হল এই মায়ের সেবা-শুশ্রূষা করা। তবেই আমরা মানুষ হতে পারবো।

আরো প্রশ্নঃ

১। মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে - এর সপক্ষে যুক্তি। - https://brainly.in/question/15027145

২। অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা চালু করা নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো। - https://brainly.in/question/7782292

৩। 'বীর্যশুল্কা' শব্দের অর্থ লেখ। - https://brainly.in/question/15490020

৪। পদান্তর করো - শরীর, অস্থির, দুঃখ, বিদ্যা, কুমতলব, আহ্লাদ, শান্তি, জোগাড়, ভারী, উপকার, ইচ্ছা, উৎকণ্ঠা, আশা, নীরব। - https://brainly.in/question/15405211

Similar questions