paragraph about পরিবেশ সচেতনতা ও ছাএসমাজ(in bengali language)
Answers
Answer:
যানবাহনের কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার মানুষ সর্দি-কাশি, হাঁপানি ,নিউমোনিয়ার মতো অসুখে আক্রান্ত হচ্ছে বা তার ব্যাধির প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা ,এমনকি জড় জগৎও। কলকারখানার বর্জ্য পদার্থ, কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক জ্বালানি ,হিসেবে ব্যবহৃত তেল প্রতিনিয়ত দূষিত করে তুলছে। এসব বর্জ্যে, শহরাঞ্চলে আবর্জনায় আর জঞ্জালে মাটি ও দূষিত হচ্ছে। যানবাহনের প্রবল শব্দ ,শব্দবাজি ,মাইক্রোফোনের উচ্চশব্দ স্নায়ুতন্ত্রকে বিকল করে দিচ্ছে , বধিরতা সৃষ্টি করছে, হৃদস্পন্দনের হারে তারতম্য রক্তচাপের হ্রাস বৃদ্ধির কারণ হয়ে উঠছে ।পারমাণবিক অস্ত্র কে ত্বরান্বিত করে তুলছে। যন্ত্রসভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে জীবনের ক্রমবর্ধমান চাহিদাকে মূল্য দিতে মানুষ তার উন্নতি আর স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে পরিবেশকে প্রতিনিয়ত আঘাত করছে ।উপেক্ষা করছে প্রকৃতিকে। বাসস্থানের প্রয়োজনে নির্বিচারে অরণ্য ধ্বংস করছে। বিজ্ঞান আর প্রযুক্তির লক্ষ্যে ভুলে গেছে পরিবেশের ভারসাম্যের দিকটিকে। এই দূষণ এর কবল থেকে বাঁচতে বিশ্বের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে