Math, asked by nathsayan53, 1 month ago

অংশীদারি
PARTNERSHIP B
প্রয়ােগ : 2. সুলেখা, জয়নাল ও শিবু যথাক্রমে 5000 টাকা, 4500 টাকা ও 7000 টাকা দিয়ে।
| একটি ব্যাবসা শুরু করল। যদি বৎসরান্তে 11550 টাকা লাভ হয়ে থাকে, তবে লাভের টাকা কে।
কত পাবে হিসাব করে লিখি। [নিজে করি।​

Answers

Answered by rithvikmanchala4
0

Answer:

2:1

Step-by-step explanation:

অংশীদারী কারবার কথাটির অর্থ হল কোনো কারবার বা কোনো ব্যবসায় একাধিক ব্যক্তি যুক্ত আছে অর্থাৎ একাধিক ব্যক্তি মিলে কোনো কোনো ব্যবসায় অংশ গ্রহণ করা। অংশীদারী কারবার সম্মন্ধে জানতে গেলে আমাদের অনুপাত ও সমানুপাত সম্পর্কে জানতে হবে।  

অনুপাত : সমজাতীয় দুটি রাশির একটি অপরটির কত গুণ বা কত অংশ তার যা গাণিতিক সংকেতে প্রকাশ করা হয় তাকে রাশিটির অনুপাত বলে। সমজাতীয় দুটি রাশি a ও b এর সরল অনুপাতকে লেখা হয় a : b এই আকারে। অনুপাতের গাণিতিক চিহ্ন হল (:) .

4 টাকা : 2 টাকা  

= 10 কেজি : 5 কেজি  

= 6 মিটার : 3 মিটার  

= 2 : 1

Similar questions