Chemistry, asked by iriachan61, 7 hours ago

প্রতি ক্ষেত্রে বিক্রিয়া (ব্যালান্সড ) লিখবে : (সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে ) ১. শুস্ক টেস্ট টিউবে Pb(NO3)2 কে উত্তপ্ত করলে কি হয়? ২. NaCl এর জলীয় দ্রবনে কয়েক ফোঁটা AgNO3 দ্রবণ যোগ করা হলে কি হয় লেখো। ৩. FeSO4 এর জলীয় দ্রবনে BaCl2 দ্রবণ যোগ করলে কি হয়? ৪. CuSO4 এর জলীয় দ্রবনে প্রথমে অল্প ও পড়ে অতিরিক্ত NH4OH দ্রবণ যোগ করলে কি দেখা যায়? ৫. নাইট্রেট মূলকের শনাক্তকরণের 'রিং টেস্ট' টি লেখো।​

Answers

Answered by pinkikumari198101
1

Answer:

প্রকৃতি:-

[i] ব্লিচিং পাউডার সাদা, অনিয়তাকার এবং একটি অজৈব পদার্থ ।

[ii] ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় ।

Explanation:

[iii] ব্লিচিং পাউডার জলীয় বাষ্প শোষণ করে, জলের সঙ্গে আংশিক বিক্রিয়া করে ক্যালশিয়াম ক্লোরাইড ও ক্যালশিয়াম হাইপো-ক্লোরাইট উত্পন্ন করে ।

[iv] ব্লিচিং পাউডার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় ক্লোরিন উত্পন্ন করে । এক গ্রাম-আণবিক ভরের শুষ্ক ব্লিচিং পাউডারের সঙ্গে পাতলা অ্যাসিডের ক্রিয়ায় যে পরিমাণ Cl2 পাওয়া যায় তাকে প্রাপ্য ক্লোরিন বলে । Ca(OCl)Cl + 2HCl = CaCl2 + Cl2 + H2O । ব্লিচিং পাউডারের জারণ ও বিরঞ্জন ধর্ম এই প্রাপ্য ক্লোরিনের ওপর নির্ভর করে । খোলা বায়ুতে ব্লিচিং পাউডার রাখলে, Cl2 এর গন্ধ নির্গত হয়, কারণ বায়ুর জলীয় বাষ্প এবং CO2 দ্বারা ব্লিচিং পাউডার বিয়োজিত হয়ে Cl2 মুক্ত করে ।

Ca(OCl)Cl + CO2 = CaCO3 + Cl2 ↑ ।

Similar questions