সবুজ বিপ্লব কী?
PLEASE ANS WER ME..
Answers
Answer:
ষাটের দশকের শেষে ভারতীয় কৃষির বহুগুণ উৎপাদন বৃদ্ধি ও কৃষি পদ্ধতির আমূল পরিবর্তনকে সবুজ বিপ্লব বলে।
ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ। ভারতের বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির জন্য বেড়েছিল খাদ্যশষ্যের চাহিদা। কিন্তু প্রাচীন পদ্ধতির চাষাবাদ, প্রাকৃতিক দুর্যোগ, কৃষিজমির অভাব ও দুর্বল মানবিক উপাদান প্রভৃতির কারণে 1960 সাল পযর্ন্ত ভারতীয় কৃষি তেমনভাবে উন্নতি করতে পারে নি। 1963 সালে কৃষিবিজ্ঞানী বোরলগের নেতৃত্বে ভারতীয় কৃষির আমূল পরিবর্তন ঘটে। কৃষির সার্বিক অগ্রগতির জন্য ষাটের দশকের শেষভাগে (1966–67) কতগুলি কর্মসূচি নেওয়া হয়।
কর্মসূচি: 1. কৃষিতে উচ্চফলনশীল বীজের ব্যবহার।2. আধুনিক যন্ত্রপাতির ব্যবহার।3. নিয়ন্ত্রিত জলসেচের ব্যবস্থা।4. সার ও কীটনাশকের প্রয়োগ।5. কৃষি জমির ভিত্তিতে কৃষকদের ঋণদান।6. পতিত জমি উদ্ধার ও ভূমি সংস্করণের ব্যবস্থা। 7. কৃষকদের পরামর্শ দান প্রভৃতি।
উপরিউক্ত কর্মসূচি দেওয়া হয় ও বাস্তবায়ন করা হয়। এর ফলে ভারতীয় কৃষিতে ফসল উৎদানের হার অনেক গুণ বৃদ্ধি পায়। এই সবুজ বিপ্লব বিশেষত গম উৎপাদনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে।
Answer:
সবুজ বিপ্লব বা(Green Revolution) বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার,সেচের পানি ব্যবহারের ফলে অর্থকরী ফসল উৎপাদনে যে সাফল্য অর্জিত হয়েছে তাকেই সবুজ বিপ্লব বলে।
Explanation:
আমাকে Brainliest Answer হিসেবে mark করবেন...PLZ