please answer this question
plZ plz plzzzz
Answers
Answer:
Lava is molten rock (magma) that has been expelled from the interior of some planets (including Earth) and some of their moons. Magma is generated by the internal heat of the planet or moon and it is erupted as lava at volcanoes or through fractures in the crust, usually at temperatures from 700 to 1,200 °C (1,292 to 2,192 °F). The solid rock resulting from subsequent cooling is also often described as lava.
10-metre-high (33 ft) fountain of pāhoehoe lava, Hawaii, United States
Lava flow during a rift eruption at Krafla, Iceland in 1984
A lava flow is a moving outpouring of lava created during a non-explosive effusive eruption. When it has stopped moving, lava solidifies to form igneous rock. The term lava flow is commonly shortened to lava. Although lava can be up to 100,000 times more viscous than water, lava can flow great distances before cooling and solidifying because of its thixotropic and shear thinning properties.[1][2]
Explosive eruptions produce a mixture of volcanic ash and other fragments called tephra, rather than lava flows. The word lava comes from Italian, and is probably derived from the Latin word labes which means a fall or slide.[3][4] The first use in connection with extruded magma (molten rock below the Earth's surface) was apparently in a short account written by Francesco Serao on the eruption of Vesuvius in 1737.[5] Serao described "a flow of fiery lava" as an analogy to the flow of water and mud down the flanks of the volcano following heavy rain.
Explanation:
Answer:
১। এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?
উত্তর: এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয়। কারণ-
এটি একটি সাসপেনশন। এটি এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ যাবৎ রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে যায় ও বোতলের নিচে তলানি পড়ে যায়।
এ অবস্থায় বোতলে থাকা ঔষধ পান করলে তা সঠিকভাবে কাজ করে না।
তাই সেবনের পূর্বে এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে নিতে হয়।
এই মিশ্রণকে Suspension বলা হয়। সাসপেনসনের ক্ষেত্রে উপকরণগুলো চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না।
২। দুধ কী জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা কর।
উত্তর: দুধ কলয়েড জাতীয় মিশ্রণ। ব্যাখ্যা করা হলো-
কলয়েড হল এমন এক ধরনের মিশ্রণ, যেখানে অতিক্ষুদ্র কোন বস্তুকণা অপর বস্তুকণার মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না।
দুধ হলো পানি ও চর্বির কলয়েড। যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে।
দুধে পানির পরিমাণ বেশি বলে এটিকে অবিচ্ছিন্ন ফেজ বা দশা এবং চর্বির পরিমাণ কম বলে এটিকে ডিসপারসড ফেজ বা দশা বলে৷
এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার ১-১০০০ ন্যানোমিটার হয়ে থাকে।
৩। নিচের ছকে ছবিগুলাে দেখে i) ও ii) নং এর উত্তর দাও:
উত্তর: লিভার হলো একটি সরল যন্ত্র, যাতে একটি শক্ত দণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে।
শক্ত দণ্ডটিকে ঠেকানোর জন্য কোনো অবলম্বনের যে বিন্দুতে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে তা হলো ফালক্রাম।
লিভার কোনো ভারি বস্তুকে কম বল প্রয়োগ করে উঠাতে বা সরাতে সহায়তা করে।
নিচের ছবির আলোকে উত্তর দেওয়া হল:
তুমি খাতায় একটি টেবিল অংকন করে নিবে
১ম চিত্রের জন্য:
i) কোন শ্রেণির লিভার যুক্তি দাও: ১ম চিত্রের যাঁতি হলো ২য় শ্রেণির লিভার। কারণ, এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
ii) কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়: যাঁতির ক্ষেত্রে ভর (যেমন সুপারি) কে যত বেশি ফালক্রামের কাছে রাখা যাবে,
সুপারি কাটতে তত কম বল প্রয়োগ করতে হবে।এক্ষেত্রেও ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে বা বলবাহুর দৈর্ঘ্য কমিয়ে কাজ সহজ করা হয়।
২য় চিত্রের জন্য:
i) কোন শ্রেণির লিভার যুক্তি দাও: ২য় চিত্রের হাতুড়ি হলো ১ম শ্রেণির লিভার। কারণ, এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
ii) কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়: একটি হাতুড়ির সাধারণত দুই প্রান্ত থাকে।এক প্রান্ত দিয়ে কাঠে লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্তে কাঠ থেকে লোহা বের করা হয়।
হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয়।আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয় যেটি ফালক্রাম হিসেবে কাজ করে।
এক্ষেত্রে লোহা বের করার বাধা ভার হিসেবে কাজ করে।এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে। এভাবে কাজ করে সুবিধা বাড়ানো যাবে।