Psychology, asked by ananayadas12, 1 month ago

বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করাে, তার বর্ণনা দাও |
Please dont answer if you cant understand language & want to steal scores ! Its my humble request​

Answers

Answered by anumitachakraborty17
0

Answer:

১) কার্যালয় :শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত। এবং এটি এমন জায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেনীকক্ষ গুলি লক্ষ করা যাবে। যাতে প্রধান শিক্ষক সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন।

২) বিশ্রাম কক্ষ:- বিদ্যালয়ে টানা ৫ থেকে ৬ ঘন্টা পড়াশােনাতে মনােযােগ রাখা কষ্টকর। তাই এক ঘেয়েমি কাটানাের জন্য অলাদা বিশ্রাম কক্ষের প্রয়ােজন।

৩) মিডডেমিল খাওয়ার স্থান।

৪) বিদ্যালয়ে শান্তিপূর্ন অবস্থা ও নিরাপত্তা।

৫) টেলিফোন ও ইন্টারনেট সংযােগ।

৬) বিদ্যালয় প্রাঙ্গনে বাগান।

৭) বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শৌচাগার নির্মান করতে হবে।

৮) বিদ্যালয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও খেলার মাঠ থাকতে হবে।

৯) প্রত্যেকটা শ্রেণিকক্ষে পাশে একটি করে ডাস্টবিন থাকা প্রয়োজন।

১০) প্রত্যেকটি শ্রেণিকক্ষে একটি করে বাক্স থাকা প্রয়োজন যাতে চক,ডাস্টার গুলো তারা সামলে রাখতে পারে।

Explanation:

আশা করি এটি আপনার পড়াশোনায় সাহায্য করবে....

আমার উত্তর হিসাবে চিহ্নিত করুন BRAINLIEST ANSWER

Similar questions