India Languages, asked by saira56, 5 months ago

please give right answer☺️ I don't know because I don't know Bengali muchand happy MAKARSANKRANTI to all my brother and sister​

Attachments:

Answers

Answered by bhattacharyyajoita10
0

1.আমি আমার দেশে আছি।

2.সে তেজে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।

3.সেই গ্রামে মানুষ থাকে না।

4.তার ভারি বিপদ।

5.তার শরীরে কিছু নেই।

6.তোমার চেতনা হয়েছে।

7.তিনি হাসিমুখে চলে গেলেন।

8.আমার পন ছিল।

9.তার এক শিশু হয়েছে ।

10.বিশ্ব ঘুরে শেষ করা যায় না।

11.আমার শান্তি হলো।

12.তার আর প্রান ছিল না।

13.আমার লিচু খুব পছন্দ।

14.মালী গাছের খেয়াল রাখে।

15.আমার একটি বাগান আছে।

Hope it helps!

Please mark it as the brainliest answer.

Similar questions