English, asked by mousumidey544, 5 months ago

প্রকৃতি আমাদের বন্ধু কিন্তু আমরা প্রকৃতির শত্রু

please write an bengali essay on this topic


Answers

Answered by priyatalukdar60
41

Explanation:

প্রকৃতি আমাদের সবচেয়ে নিকট ও পরম ঘনিষ্ট বন্ধু. আমরা প্রকৃতি থেকে আমাদের বেঁচে থাকার সমস্ত উপকরণ পাই যেমন -অক্সিজেন,খাদ্য,জ্বালানি,জল,বায়ু,আমাদের জীবন যাপনের দৈননিন ও নিত্য প্রয়োজনীয় রসদ এর যোগান প্রকৃতি প্রতিনিয়ত করে চলেছে.প্রকৃতির কোলে সমস্ত জীবজগৎ লালিত ও পালিত হয়,অক্সিজেন ছাড়া যেমন মানুষ ও জীবজগৎ বেঁচে থাকতে পারে না ঠিক তেমন খাদ্য-জল ছাড়াও প্রাণীজগৎ টিকে থাকতে পারে না. কিন্তু আমরা আজ সেই প্রকৃতিকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি,তার প্রতি অযাচিত ও নির্মম ব্যবহার করছি, গাছ এর পর গাছ কেটে অরণ্য ধ্বংস করে ফেলছি যার জন্য বৃষ্টিপাতের হার দিন দিন কমছে আবার অনেক জলাভূমি ও পুকুর বুজিয়ে ফেলে তার উপর বহুতল আবাসন নির্মাণ করছি যা প্রকৃতির বাস্তুতন্ত্রকে ক্ষতি করছে.আমরা প্রকৃতির থেকে যে পরিমান সম্পদ নিচ্চি তার এক কোনাও তাকে ফেরত দিতে পারিনি বরং তার সাথে শত্রুর মতো ব্যবহার করছি যা আমাদের পক্ষেই ক্ষতিকর তাই আমরা তার শত্রু হয়ে উঠেছি.

Answered by bhabanichakraborty7
17

Explanation:

Topic-প্রকৃতি আমাদের বন্ধু কিন্তু আমরা প্রকৃতির শত্রু

Attachments:
Similar questions