India Languages, asked by soumiksen2004, 5 months ago

ই-বুক এবং বর্তমান শিক্ষার্থী
.
pls someone give an essay on this topic.​

Answers

Answered by shresthalove
26

Answer:

আমিও একই উত্তর খুঁজে পাচ্ছি এবং আমি এগুলি পেয়েছি আপনি এখান থেকে সহায়তা নিতে পারেন

Explanation:

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রযুক্তির দৌরাত্ম্য। প্রযুক্তির অগ্রগতি থেমে নেই আমাদের পড়ার অভ্যাসেও। চিরচেনা মোটা মোটা বইয়ের জায়গা দখল করছে কিন্ডলে কিংবা আইপ্যাড নামের ছোট্ট ডিভাইস। বর্তমান সময়ে তরুণদের প্রিয় হয়ে উঠেছে ই-বুক। লিখেছেন জহিরুল রোহান

হাজার হাজার বই সংরক্ষণ করা যাচ্ছে মাত্র কয়েক গিগাবাইটের মেমরি কার্ডে। প্রয়োজন নেই আর সেই বড় বড় তাক কিংবা স্টাডি রুমের। হাজারখানেক বই হলে একজন সংগ্রাহক যেখানে হিমশিম খেতেন, এখন সেটা নিশ্চিন্তে পকেটে করে ঘোরা যায়। এটা কি কাগজের বইয়ের মৃত্যু_ নাকি পুনর্জন্ম? কয়েক মাস আগে প্রকাশিত দ্য গার্ডিয়ানের একটি রিপোর্টে অবশ্য ভিন্ন এক তথ্য উঠে এসেছে। গত চার বছরের মধ্যে ২০১৬ সালে প্রথম ই-বুকের বিক্রি কমেছে। বেড়েছে কাগজের বইয়ের। তবে সে যাই হোক, কাগজের বই নাকি ই-বুক_ বর্তমান সময়ের খুব মজাদার একটি আলোচনার বিষয়। যার যার ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে যুক্তিতর্ক উপস্থাপন করে অনেকেই। যেখানে বাদ যায় না মনোবিদদের বিশ্লেষণও। যেমন_ হাফিংটন পোস্ট বলছে, একই বই কাগজের সংস্করণ পড়ে বেশি মনে রাখা সম্ভব ই-বুক থেকে, ডিজিটাল ডিভাইস অনিয়মিত ঘুমের জন্য অনেকাংশে দায়ী কিংবা ই-বুক পড়তে পড়তে একসঙ্গে অনেক কাজ করার প্রলোভন থেকে অনেকেই দূরে থাকতে পারেন না। তবে এ কথা অস্বীকার করার সুযোগ নেই, আমাদের দেশে ই-বুকের জনপ্রিয়তা কোনো অংশেই কম নয়। এর একটা কারণ হয়তো আমাদের দেশে বই পড়ার অভ্যাস তৈরি হয় মূলত ছাত্র অবস্থা থেকেই। যখন একজন শিক্ষার্থী অনেক বেশি নির্ভর করেন পরিবারের ওপর_ সে ক্ষেত্রে ৪০০ টাকা দিয়ে একটা বই কেনার চেয়ে কিছু মেগাবাইট খরচ করে ডাউনলোড করে নেওয়া অনেক বেশি সাশ্রয়ী। যদিও ইউরোপ কিংবা আমেরিকার মতো আমাদের দেশের প্রকাশকরা ই-বুকে এখনও ততটা অগ্রসর হতে পারেননি। আমাদের দেশে এখনও যেসব ই-বুকের বহুল প্রচলন তার অধিকাংশই বৈধ নয়। তবে এতকিছুর পরও ছাপা বইয়ের আবেদন কোনো অংশেই কম নয়। পাতা উল্টানোর শব্দ, নতুন বইয়ের ঘ্রাণ, ছাপার অক্ষর ছুঁয়ে অনুভব কিংবা বাইরে ঝুম বৃষ্টি এক মগ কফি পাশে প্রিয় কোনো বইয়ে হারিয়ে যাওয়া সবকিছুর মাঝেই অন্যরকম এক আনন্দ লুকিয়ে আছে যা ই-বুকে খুঁজে পাওয়া দুষ্কর। অথবা ধরুন, আপনার প্রিয় লেখক পাওলো কয়েলহো, তার সদ্য প্রকাশিত বই 'দ্য স্পাই' কিনে যদি প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে পারেন তার থেকে আনন্দের আর কী হতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে, আধুনিক ডিভাইসগুলোও ঠিক আপনাকে এমন সব আনন্দ থেকে পিছিয়ে রাখবে না। অতি সম্প্রতি অ্যাপল এমন এক পেটেন্টের জন্য আবেদন করেছে যেখানে আপনার ডিজিটাল ডিভাইসের ওপর প্রিয় লেখকের অটোগ্রাফ সংরক্ষণ করা যাবে। অ্যামাজেনের কিন্ডলে আপনাকে সুযোগ করে দেবে কাগজের বই পড়ার অনুভূতি নেওয়ার। কেননা এর ফন্ট ঠিক যেন ছাপার বইয়ের মতো। আর তাছাড়া এর নিজস্ব কোনো আলো নেই (যদিও এখন অ্যামাজেনের ব্যাকলাইট সুবিধার কিন্ডলেও পাওয়া যায়) অর্থাৎ কাগজের বইয়ের মতো আলোয় পড়তে হয়। আমাদের দেশে কাগজের বই নিয়ে আশাবাদী হওয়ার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, অমর একুশে গ্রন্থমেলা। ৪৫ বছর আগে মাত্র ৩২টি বই নিয়ে শুরু হওয়া এই বিপল্গব আজ রীতিমতো মহীরুহ হয়ে দাঁড়িয়েছে। তবে সেদিনও হয়তো বেশি দূরে নয়, যেদিন আমাদের দেশের প্রকাশকরাও কাগজের বইয়ের পাশাপাশি ই-বুকও প্রকাশ করবেন।

Similar questions