ছবি অবলম্বনে একটি কাল্পনিক গদ্য রচনা করো ।
Pls tell me the answer fast........it's urgent......pls......I want proper answer.......rubbish answer will be reported.....who will give correct answer......I will make him/her as a BRAINLIST
Answers
ছোট্ট চোর
তিন-চার বছর আগের কথা... একদিন খুব জোরে বৃষ্টি পড়ছিল। সারাটা দিন বিছনাতে শুয়ে,গল্পের বই পড়ে কাটিয়েছিলাম। এক অলস দিনের পর সেদিন রাতে আমরা সবাই তাড়াতাড়ি রাতের আহার করে, শুতে গেছিলাম।
রাত অনেক হয়েছিল, কিন্তু আমার ঘুম আসছিল না। বাইরে বৃষ্টির শব্দ আর ঘরের দেওয়ালে ছায়াগুলি মিলে যেন এক অদ্ভুত মুহূর্তের সৃষ্টি করেছিল। কত পুরনো দিনের কথা মনে পড়ছিল ও পাশে ফেলুদার বই রাখা ছিলো। মনে মনেই আমি ফেলুদার সাথে কথোপকথন করছিলাম। তার মদ্ধ্যেই আমার কখন চোখ লেগে গেছিল,বুঝতেই পারিনি । অনেক রাতে আমার ঘুম ভাঙে।
-নিচে, রান্নাঘরের দিকে যেন কার পায়ের শব্দ শুনতে পাচ্ছি... তবে কি মা? না মা তো রাতে রান্নাঘরে যায়না, তবে?দিদি? না,সে তো জলের বোতল নিয়ে শোয়... তবে কি চোর? সবাইকে ওঠাবো? না তার দরকার নেই,চোর দেখলেই জোরে চিত্কার করব। অমি কি আর ছোট নাকি?
আস্তে আস্তে অন্ধকার সিঁড়ি বেয়ে আমি নিচে গেলাম... রান্নাঘর থেকেই আওয়াজ আসছে...
একা যাবো? হ্যাঁ যাই, চোর আমার কিছুই করতে পারবে না।
আমি এগিয়ে গেলাম আর অন্ধকার রান্নাঘরের লাইট জালালাম... ওমা! কোনো মানুষই নেই ঘরে। আমি ভয় পেয়ে গেলাম। ঐ আটা মাটিতে পড়ে কেন? কে ওখানে? ভুত?
ঐ তো কি একটা নড়ছে... কিম্তু এ কে? চোর বটে,তবে মানুষ নয়, ছোট্ট এক কুকুর ছানা। টেবিল থেকে কৌট ফেলে, চারিদিকে আটা ছড়িয়েছে আর নিজেও মেখেছে।।
পরের দিন সকালে মাকে সব বলি।সেদিন মায়ের কাছে অনেক বকা খেয়েছিলাম বটে,তবে আজ সেই ছোট্ট কুকুর আমদেরই ঘরে থাকে।।