History, asked by muinmursalinabeer, 7 months ago

বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করো
plz plz plz ans​

Answers

Answered by mshibli
145

Answer:

৮ম শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট: এনসিটিভি কর্তৃক প্রণীত ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকের ৮ম শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তোমাদের সুবিদার্থে দেওয়া হল। ৮ম শ্রেণির সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমূহ পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন; তাহলে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন।

>> অষ্টম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত – ডাউনলোড করুন <<

শ্রেণি: ৮ম, বাংলা বিষয়ের ১ম এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

এ্যাসাইন্টমেন্টের ক্রম : ১ম এ্যাসাইনমেন্ট;

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম : অতিথির স্মৃতি;

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:

মনে কর, তুমি শিক্ষা সফরে কোন বিশেষ স্থানে ভ্রমন করতে গিয়েছে। সেখানে গিয়ে তুমি কোন কোন ধরণের অভিজ্ঞতা অর্জন করলে তার একটি বিবরণ লিপিবদ্ধ কর।

মূল্যায়ন নির্দেশক:

এ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুযায়ী কভার পেজটি তৈরি করতে হবে।

শিক্ষা সফরের বিষয়গুলাে ধারাবাহিকবাবে লিখে যথাযথ বর্ণনা দিতে হবে।

বাক্যগঠন ও বানান সঠিক হতে হবে।

Explanation:

Answered by AnkitaSahni
0

বাঙালি অভিজাতদের সামাজিক-রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথে সাহিত্যে বাংলার নবজাগরণ ঘটে। এটি ছিল বাংলার ইতিহাসের একটি ঘটনা যা গোঁড়া হিন্দু-বাঙালিদের দৃষ্টিভঙ্গিকে প্রশস্ত করেছিল।

  • রাজা রাম মোহন রায় 18 এবং 19 শতকের ভারতে যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি করেছিলেন তার কারণে আধুনিক ভারতীয় রেনেসাঁর জনক হিসাবে বিবেচিত হয়। তার কর্মের মধ্যে সবচেয়ে লক্ষণীয় ছিল নিষ্ঠুর ও বর্বর সতীপ্রথা অপসারণ। তার অবদান প্রদাহ প্রথা এবং বাল্যবিবাহের অবসানে সাহায্য করেছে।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য অবদানের মধ্যে বাংলা সাহিত্যে ছোটগল্পের ধারার প্রবর্তন; ভারতীয় কবিতাকে আধুনিকতার দিকে নিয়ে যাওয়া; এবং মর্যাদাপূর্ণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। তাছাড়া, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে অবদান রেখে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন।

#SPJ3

Similar questions