Sociology, asked by wwwshibumondal33, 1 month ago

ঘ) এন.সি.সি.-র রং নৌসেনা বাহিনীর প্রতীক।
plz tell me this ans.​

Answers

Answered by trishasadhukhan51414
1

Answer:

yes this is a unique statement and now what is the question

Answered by feminasikkanther
0

Answer:

এন.সি.সি.-র গাঢ় নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক।

Explanation:

এন.সি.সি.-র পতাকায় থাকা তিনটি রং এ অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ন। এই তিনটি বর্ণ ভারতীয় জাতীয় সেনাবাহিনীর তিনটি অঙ্গের প্রতীক।

  1. এন.সি.সি.-র পতাকায় থাকা লাল রং টি ভারতীয় পদাতিক বাহিনী (Indian Army: BSF, Para-troopers , Special Forces e.t.c) র প্রতীক।
  2. এন.সি.সি.-র পতাকায় থাকা মাঝের গাঢ় নীল রং টি ভারতীয় নৌবাহিনী র (Indian Navy) প্রতীক।
  3. এবং সর্ব শেষ এন.সি.সি.-র পতাকায় থাকা হালকা নীল রং টি ভারতীয় বিমান বাহিনীর (Indian Airforce) প্রতীক।

এন.সি.সি. বা National Cadets Corps ভারতীয় সেনা বাহিনী কে সম্মান প্রদর্শন স্বরূপ এবং ভারতীয় সেনা বাহিনীর অনুগমন ও অনুশাসন মেনে চলার উদ্দেশ্য এ এই তিন রং বিশিষ্ট পতাকা ব্যবহার করে থাকে।

Attachments:
Similar questions