India Languages, asked by diyasen, 11 months ago

plz upload bongo bhumir proti by Michael madhusudan dutta full poem ?​

Answers

Answered by aakadhverma
0

Answer:

bhi muja ni pata ok..

answer

Answered by susanta73roy
5

Answer:

বঙ্গভূমির প্রতি

“My native Land, Good night!”—Byron.

রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।

সাধিতে মনের সাদ,

ঘটে যদি পরমাদ,

মধুহীন করো না গো তব মনঃকোকনদে।

প্রবাসে, দৈবের বশে,

জীব-তারা যদি খসে

এ দেহ-আকাশ হতে,— নাহি খেদ তাহে।

জন্মিলে মরিতে হবে,

অমর কে কোথা কবে,

চিরস্থির কবে নীর, হায় রে, জীবন-নদে?

কিন্তু যদি রাখ মনে,

নাহি, মা, ডরি শমনে;

মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত-হ্রদে!

সেই ধন্য নরকুলে,

লোকে যারে নাহি ভুলে,

মনের মন্দিরে সদা সেবে সর্ব্বজন —

কিন্তু কোন্‌ গুণ আছে,

যাচিব যে তব কাছে,

হেন অমরতা আমি, কহ, গো, শ্যামা জন্মদে!

তবে যদি দয়া কর,

ভুল দোষ, গুণ ধর,

অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!—

ফুটি যেন স্মৃতি-জলে,

মানসে, মা, যথা ফলে

মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!

I hope it helped.

Thanking You,

Anwesha Roy

Similar questions