World Languages, asked by sanjayubacharoy, 1 month ago

plz write an essay on rabindranath tagore in bengali

plz do not spam or we going take action before u

Answers

Answered by bijoy3903
1

Answer:

রবীন্দ্রনাথ ঠাকুর

ভূমিকা : রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তাঁর রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্বকবি ছিলেন সর্বব্যাপী প্রতিভার অধিকারী।

জন্ম ও বংশ পরিচয় : কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্মহয় ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। মহর্ষি দেবেন্দ্রনাথ সুলেখক ছিলেন। দাদা জ্যোতিরিন্দ্রনাথের কাছে শৈশবে রবীন্দ্রনাথ কবিতা রচনায় উৎসাহ পেয়েছিলেন।

ছাত্রজীবন : বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ওনর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পরিবেশ তার ভালাে না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্যে তাঁকে বিলেতেও পাঠানাে হয়েছিল, কিন্তু সেখানেও তাঁর মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন।সাহিত্যচর্চা ও কর্মজীবন : রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা, লিখেছেন। লিখেছেন,অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। ১৯১৩ খ্রিস্টাব্দে ইংরেজিতে ‘গীতাঞ্জলি’কাব্যগ্রন্থের জন্যে রবীন্দ্রনাথ নােবেল পুরস্কার লাভ করেন। পৃথিবীর বহুদেশে তিনি আমন্ত্রিত হন। দ্বাদশবার তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। রবীন্দ্রনাথ দেশকে

ভালােবাসতেন। এ দেশের মানুষ ছিল তাঁর কাছে নরদেবতা। বঙ্গভঙ্গ স্বদেশিআন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বাঙালিদের মধ্যে ঐক্য গড়তে 'রাখীবন্ধন’উৎসব প্রচলন করেছিলেন। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তিনি ইংরেজ সরকারের দেওয়া 'নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন। আমাদের জাতীয়সংগীত ‘জনগনমন অধিনায়ক’ রবীন্দ্রনাথের রচনা। তাঁর লেখা 'ও আমার সােনার' বাংলা বাংলাদেশের জাতীয় সংগীত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় গড়ে তুলেছিলেন। শ্রীনিকেতনে স্থাপন করেছিলেন পল্লি উন্নয়ন কেন্দ্র।

উপসংহার : ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট তারিখে (১৩৪৮ সাল ২২ শ্রাবণ) রবীন্দ্রনাথের মৃত্যু হয়। প্রতি বছর ২৫ বৈশাখ, আমরা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। পালন করি। তার লেখা গান গাই, তাঁর কবিতা পাঠ করি, তাঁরই লেখা নাটক অভিনয় করে তাকে শ্রদ্ধা নিবেদন করি।

Explanation:

please follow

Answered by deva78
1

Answer:

ভূমিকা : রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তাঁর রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্বকবি ছিলেন সর্বব্যাপী প্রতিভার অধিকারী।

জন্ম ও বংশ পরিচয় : কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্মহয় ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। মহর্ষি দেবেন্দ্রনাথ সুলেখক ছিলেন। দাদা জ্যোতিরিন্দ্রনাথের কাছে শৈশবে রবীন্দ্রনাথ কবিতা রচনায় উৎসাহ পেয়েছিলেন।

ছাত্রজীবন : বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ওনর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পরিবেশ তার ভালাে না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্যে তাঁকে বিলেতেও পাঠানাে হয়েছিল, কিন্তু সেখানেও তাঁর মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন।সাহিত্যচর্চা ও কর্মজীবন : রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা, লিখেছেন। লিখেছেন,অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। ১৯১৩ খ্রিস্টাব্দে ইংরেজিতে ‘গীতাঞ্জলি’কাব্যগ্রন্থের জন্যে রবীন্দ্রনাথ নােবেল পুরস্কার লাভ করেন। পৃথিবীর বহুদেশে তিনি আমন্ত্রিত হন। দ্বাদশবার তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন। রবীন্দ্রনাথ দেশকে

ভালােবাসতেন। এ দেশের মানুষ ছিল তাঁর কাছে নরদেবতা। বঙ্গভঙ্গ স্বদেশিআন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বাঙালিদের মধ্যে ঐক্য গড়তে 'রাখীবন্ধন’উৎসব প্রচলন করেছিলেন। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তিনি ইংরেজ সরকারের দেওয়া 'নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন। আমাদের জাতীয়সংগীত ‘জনগনমন অধিনায়ক’ রবীন্দ্রনাথের রচনা। তাঁর লেখা 'ও আমার সােনার' বাংলা বাংলাদেশের জাতীয় সংগীত। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় গড়ে তুলেছিলেন। শ্রীনিকেতনে স্থাপন করেছিলেন পল্লি উন্নয়ন কেন্দ্র।

উপসংহার : ১৯৪১ খ্রিস্টাব্দের ৭ আগস্ট তারিখে (১৩৪৮ সাল ২২ শ্রাবণ) রবীন্দ্রনাথের মৃত্যু হয়। প্রতি বছর ২৫ বৈশাখ, আমরা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। পালন করি। তার লেখা গান গাই, তাঁর কবিতা পাঠ করি, তাঁরই লেখা নাটক অভিনয় করে তাকে শ্রদ্ধা নিবেদন করি।

Similar questions