প্রপাত কূপ কি?
plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz don't spam.
Answers
সংজ্ঞাঃ নদী তার প্রবাহপথে অবস্থিত ঢালের উঁচু অংশ থেকে নীচে পতিত হলে জলস্রোত ও বাহিত শিলাখন্ডের আঘাতে নদীবক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় । এদের প্রপাত কূপ (Plunge Pool) বলে ।
উদাঃ সুবর্ণরেখার হুন্ড্রু (Hundru) জলপ্রপাতের পতনস্থলে এরকম প্রপাত কূপ লক্ষ্য করা যায় ।
বৈশিষ্ট্যঃ প্রপাত কূপ – এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এগুলি আকৃতিতে প্রায় গোলাকার ।
খ) এগুলি যথেষ্ট গভীর হতে পারে ।
গ) শুষ্ক ঋতুতে নদীতে জলের পরিমান হ্রাস পেলে এগুলি দৃশ্যমান হয় ।
ঘ) নদীর প্রকৃতি, ঢালের পার্থক্য, বাহিত শিলাখন্ডের পরিমান ও প্রকৃতি প্রভৃতির উপর এদের আকৃতি ও গভীরতা নির্ভর করে ।
Answer:
সংজ্ঞা:- নদী তার প্রবাহপথে কোনো খাড়া ঢালের ওপর থেকে জলপ্রপাতের ন্যায় নিচে নেমে আসে এবং ঐ নিচের শিলাস্তরে আঘাত করে । এর ফলে ওই শিলাস্তরে প্রায় গোলাকার এক ফাটলের সৃষ্টি হয় । এই প্রায় গোলাকার ফাটলই প্রপাত কূপ নামে পরিচিত।