|
‘Politics' গ্রন্থটির রচয়িতা কে?
(A) প্লেটো
(C) গ্রিন
(B) অ্যারিস্টটল
(D) লক
কে বলে -
Answers
Answered by
5
Answer:
fyfiyfiyfyifyfjfjyyfyffgwuoecgeouwbueckbquoadbculdcwgu,ewch
Answered by
0
‘Politics' গ্রন্থটির রচয়িতা হলেন অ্যারিস্টটল।
উপরোক্ত উত্তরটিকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের অ্যারিস্টটল সম্পর্কে আরও তথ্য জানতে হবে।
অ্যারিস্টটল :
- খ্রিস্টপূর্ব সময়কালে প্রাচীন গ্রিসদেশে যে সকল মহান দার্শনিকদের আবির্ভাব হয়েছিল তার মধ্যে অন্যতম হলেন অ্যারিস্টটল (৩৮৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩২২ খ্রিস্টপূর্বাব্দ)।
- দর্শন তথা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অ্যারিস্টটলের ভূমিকা ছিল প্রাচীন গ্রিসের কাছে অনস্বীকার্য।
অ্যারিস্টটল রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি গ্রন্থের নাম হল - Politics। গ্রন্থটির নাম থেকে গ্রন্থটির বিষয়বস্তু সহজেই অনুমেয়, অর্থাৎ এই গ্রন্থটি অ্যারিস্টটলের নিজস্ব রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে রচিত।
অতএব, উপরোক্ত আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ‘Politics' গ্রন্থটির রচয়িতা হলেন অ্যারিস্টটল।
Similar questions