India Languages, asked by hsgjhg8290, 1 year ago

Prithibi theke chander durotto kato

Answers

Answered by Swarup1998
13

উত্তর:

" পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ২৩৮৮৫৫ মাইল (৩৮৪৪০০ কিমি)। "

অতিরিক্ত তথ্য:

• চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে।

• যুগযুগান্ত ধরে পৃথিবীর কাছে চাঁদ সবচেয়ে উপভোগ্য হয়ে আসছে। এর কারণ রাতের আকাশে চাঁদের ঔজ্জ্বল্য। তবে এর নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়।

• সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে, তখন গ্রহণ দেখা দেয়। উল্লিখিত তিনটির ভিন্ন অবস্থানের জন্য কখনও চন্দ্রগ্রহণ বা কখনও সূর্যগ্রহণ দেখা যায়।

• আমেরিকাই সর্বপ্রথম দেশ যারা চাঁদে মানুষ পাঠিয়েছিল অ্যাপোলো অভিযানের মাধ্যমে। সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রাখেন নীল আর্মস্ট্রং।

Similar questions