PV=W/MRT সমীকরণে M রাশির একক কী হবে তার মাত্রীয় বিশেলষন করে দেখাও
Answers
Answered by
48
PV=W/MRT সমীকরণে M রাশির একক হবে গ্রাম/মোল।
- প্রশ্নে উল্লিখিত সমীকরণটি হল আদর্শ গ্যাসের সমীকরণ।
- উল্লিখিত সমীকরণের ডানপাশে "M" এককটি কোন আদর্শ গ্যাসের মোলার ভরকে প্রকাশ করে এবং মোলার ভরের বৈজ্ঞানিক একক হলো গ্রাম/মোল।
- এখন,"M" রাশিটির মাত্রীয় বিশ্লেষণ হলো নিম্নরুপ :
মাত্রীয় বিশ্লেষণের জন্য আমাদের উল্লিখিত রাশিটির একক প্রথমে নির্ণয় করতে হবে। এখানে উল্লিখিত রাশিটির একক হল গ্রাম/মোল।
M =গ্রাম/মোল = (M1 L0 T0)/(M0 L0 T0) = M1 L0 T0
অতএব,মোলার ভরের মাত্রীয় সংকেত হলো M1 L0 T0 ।
Similar questions