CBSE BOARD X, asked by priyankasarkar707605, 7 months ago


PV=w/mRT সমীকরণে (চিহ্নগুলি প্রচলিত অর্থবহন করে) ‘M’ রাশির একক কী হবে তা মাত্রীয় বিশ্লেষণ করে
দেখাও।
. গ্রিনহাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করাে।
৩. কাচের স্ল্যাবে আলাে আপতিত হলেও নির্গমনের সময় তা বণলীতে বিভক্ত হয় না কেন?
৪. আয়নীয় যৌগের ক্ষেত্রে ‘আণবিক ওজন’ কথাটির চেয়ে ‘সংকেত ওজন’ কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন?​

Answers

Answered by rashoodali85
2

Explanation:

#Model_Activity_Task

#Sub : Physical Science

#Class : X

#Teacher : Chandan Hazra

Part - II

১. PV = W/M RT সমীকরণে (চিহ্ন গুলি প্রচলিত অর্থ বহন করে) 'M' রাশির একক কী হবে তা মাত্রীয় বিশ্লেষণ করে দেখাও ।

#উত্তর : PV = W/M RT

বা, M = WRT/PV

‘M’ রাশির মাত্রা = { [M][ML^2T^-2mol^-1K^-1][K] } / { [ML^-1T^-2][L^3] }

= [M mol^-1]

অতএব, 'M' রাশির একক = গ্রাম/মোল

২. গ্রীনহাউস এফেক্টের কারণ ব্যাখ্যা করো ।

#উত্তর : ভূপৃষ্ঠ ঘিরে ওজোন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড,মিথেন ইত্যাদি গ্যাসের পরিমন্ডল সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে কিছুটা নিজেরা শোষণ করে এবং বাকি অংশ পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে । এইভাবেই গ্রীনহাউস এফেক্ট সৃষ্টি হয়ে থাকে ।

৩. কাচের স্ল্যাবে আলো আপতিত হলেও, নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন ?

#উত্তর : একটি আয়তাকার কাঁচের স্ল্যাব দুটি সর্বসম প্রিজমের সমবায় রূপে অবস্থান করে । দুটি সদৃশ প্রিজমকে যদি এরূপে পাশাপাশি বসানো হয় যাতে ওদের প্রতিসারক তলগুলি পরস্পর সমান্তরাল এবং ভূমিগুলো পরস্পর বিপরীত দিকে থাকে, তবে ওই প্রিজম যুগল একটি কাঁচের স্ল্যাব গঠন করে । একটি প্রিজমে সাদা আলোকরশ্মি সাতটি বর্ণে বিশ্লিষ্ট হলে, দ্বিতীয় প্রিজমে এই সাতটি বর্ণ পুনর্যোজিত হয়ে সাদা আলোর সৃষ্টি করে । তাই কাচের স্লাবে সাদা আলোর বিচ্ছুরণ হয় না ।

৪. আয়নীয় যৌগের ক্ষেত্রে 'আণবিক ওজন' কথাটির চেয়ে 'সংকেত ওজন' কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন ?

#উত্তর : আয়নীয় যৌগের কেলাসে প্রতিটি ক্যাটায়ন নির্দিষ্ট সংখ্যক অ্যানায়ন দ্বারা এবং প্রতিটি অ্যানায়ন নির্দিষ্ট সংখ্যক ক্যাটায়ন দ্বারা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে । ফলে আয়নীয় যৌগের অণুর কোনো অস্তিত্ব নেই । ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা দ্বারা গড় সংকেত নির্ণয় করা হয় । সেজন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে ’আণবিক ওজন' কথাটির চেয়ে ’সংকেত ওজন' কথাটির ব্যবহার যুক্তিযুক্ত ।

[ #ছাত্র_ছাত্রীরা_কিছু_বোঝার_অসুবিধে_হলে_অবশ্যই_নিচে_কমেন্ট_করো। ]

Similar questions