India Languages, asked by pampamitra72, 2 months ago

তালনবমীর question & Ans​

Attachments:

Answers

Answered by msuranjana842
5

Answer:

১) ক্ষুদিরামের দুই ছেলে নেপাল ও গোপাল। নেপালের বয়স 12 বছর এবং গোপালের বয়স 10 বছর।

২) নেপাল ও গোপালের পাড়ার জটি পিসি(হরিমতী দেবী) র বাড়িতে তালনবমী ব্রত হয়েছিল।

৩) জটি পিসিমার ভালো নাম হরিমতি।

৪)নেপাল তালদিঘি থেকে তাল এনে বিক্রি করতো গ্রামে।

৫)

2))

১) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'তালনবমী' গল্পে ক্ষুদিরাম ভট্টাচার্য ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ। সে পুজো করে যজমান বাড়ি থেকে যা ধান চাল টাকা পেয়েছিল তা সব শেষ হয়ে যাওয়ায় তাদের বাড়ি দুদিন হাঁড়ি চড়ে নি।

২) গোপাল ভোর বেলা উঠে কাউকে না জানিয়ে তাল দীঘিতে গিয়ে কষ্ট করে দুটো তাল সংগ্রহ করে তা নিয়ে যখন জটি পিসিমা জলের ধারা দিচ্ছিলেন তখন তার বাড়ি যায় ও তাঁকে বিনা পয়সায় তালটি দেয়।

৩) গোপাল ভেবেছিল তালের জন্য পয়সা না নিলে জোটি পিসিমা তাদের কে তাল নবমীতে নিমন্ত্রণ করবে ।তাই সে তালের দাম নেয় নি।

Explanation:

চার পাঁচ বছর আগে গল্পটা পড়েছিলাম। আবছা আবছা মনে আছে । গল্পের প্রতি টি লাইন পড়লে সব উত্তর পারবে আশা করি। যে কটা পারলাম বললাম । এরপর তুমি চেষ্টা করো বন্ধু । All the best....

Similar questions