Question No. 18 :
একটি সুন্দর বাংলা কবিতা লেখ বন্ধুত্বের উপর।
(Do not spam.)
Anonymous:
Is it Bengali
Answers
Answered by
17
Answer Of Your Question
বন্ধু রে তোর বুকের ভেতর
সুখের বাসী বানায়াছি
আমার বসত এবং বাড়িঘর,
তুই যে আমার ভাই এর মতন
কিংবা ছোট বোন,
তোকে ছাড়া অসম্পূর্ণ
আমার এই পুরো জীবন।
তোদের নিয়ে আছি ভালো
হাসছি খুবই আনন্দেতে,
যাসনা ছেড়ে তোরা আমায়
ফেলে দুঃখের নদীতে।
তোরা হলি আমার হৃদয়
বাঁচার একটি আসা
তোরাই আমায় দিয়েছিস
স্নেহ ও ভালোবাসা ।
Hope My Answer Satisfied You ✌️✌️
@Destroyer143
বন্ধু রে তোর বুকের ভেতর
সুখের বাসী বানায়াছি
আমার বসত এবং বাড়িঘর,
তুই যে আমার ভাই এর মতন
কিংবা ছোট বোন,
তোকে ছাড়া অসম্পূর্ণ
আমার এই পুরো জীবন।
তোদের নিয়ে আছি ভালো
হাসছি খুবই আনন্দেতে,
যাসনা ছেড়ে তোরা আমায়
ফেলে দুঃখের নদীতে।
তোরা হলি আমার হৃদয়
বাঁচার একটি আসা
তোরাই আমায় দিয়েছিস
স্নেহ ও ভালোবাসা ।
Hope My Answer Satisfied You ✌️✌️
@Destroyer143
বাঙ্গালিস রক!
Answered by
13
★ HERE IS YOUR ANSWER ★
চশমার কাচে ঝাপসা দেখি
অতীত আঁধারে আলো হাতরে খুঁজি
তোর নাম লেখা স্মৃতির পাতায়
বন্ধু তুই ফিরে আয়
বন্ধু তুই ফিরে আয়
আর ডাকিস না
তাই সকাল গুলোর মুখ ভার
ফিরে তাকাস না
কিসের এতো অহংকার!!
তবু কোন এক চেনা বিকালে
গঙ্গার ধারে আড্ডায়
তোর নাম শুনতে পাই
বন্ধু তুই ফিরে আয়
বন্ধু তুই ফিরে আয়
শুনলম তুই ব্যস্ত আছিস
একবার পারলে ফিরে দেখিস
এখনো ফাঁকা জায়গা টা আগলে রাখি
যদি কোনদিন ফিরে আসিস!!
একবার নাম ধরে ডাকিস
সব কাজ ফেলে ছুটবো আমি
বন্ধু তুই আমার কাছে ভীষন দামি ।
☆ PLEASE MARK IT BRAINLIEST IF ITS HELPFUL ☆
চশমার কাচে ঝাপসা দেখি
অতীত আঁধারে আলো হাতরে খুঁজি
তোর নাম লেখা স্মৃতির পাতায়
বন্ধু তুই ফিরে আয়
বন্ধু তুই ফিরে আয়
আর ডাকিস না
তাই সকাল গুলোর মুখ ভার
ফিরে তাকাস না
কিসের এতো অহংকার!!
তবু কোন এক চেনা বিকালে
গঙ্গার ধারে আড্ডায়
তোর নাম শুনতে পাই
বন্ধু তুই ফিরে আয়
বন্ধু তুই ফিরে আয়
শুনলম তুই ব্যস্ত আছিস
একবার পারলে ফিরে দেখিস
এখনো ফাঁকা জায়গা টা আগলে রাখি
যদি কোনদিন ফিরে আসিস!!
একবার নাম ধরে ডাকিস
সব কাজ ফেলে ছুটবো আমি
বন্ধু তুই আমার কাছে ভীষন দামি ।
☆ PLEASE MARK IT BRAINLIEST IF ITS HELPFUL ☆
Similar questions
English,
8 months ago
Social Sciences,
8 months ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago