India Languages, asked by ParthibChatterjee, 1 month ago

rainy season composition in Bengali​

Answers

Answered by ayushdas285
7

Answer:

আষাঢ় ও শ্রাবণ এই দু-মাস বর্ষাকাল ৷ তবে আমাদের রাজ্যে জৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকেই বর্ষা শুরু হয় এবং আশ্বিন মাস পর্যন্তই কমবেশি বৃষ্টি হয় ৷ তবে আষাঢ় ও শ্রাবণ মাসে প্রায় রোজই বৃষ্টি হয় I নদীনালা, পুকুর, খাল জলে ভরে যায় ৷ গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে I বর্ষাকালে কদম, কেতকী, জুঁই প্রভৃতি ফুল ফোটে I এই সময় কলেরা, আমাশা টাইফয়েড, ম্যালেরিয়া ইত্যাদি নানা রোগের প্ৰকােপ দেখা দেয় I বন্যাও হয় I এতে মানুষের খুব অসুবিধা হলেও মানুষ বর্ষার জন্য অপেক্ষা করে I

Explanation:

hope it helps you

MARK AS BRAINLIEST

Similar questions