Rakhi Bandhan Bengali Paragraph pls some one help me
Answers
Explanation:
রাখীবন্ধন উৎসব (হিন্দি: रक्षाबंधन, সিলেটি: ꠞꠣꠈꠤꠛꠘ꠆ꠗꠘ, পাঞ্জাবি: ਰਕਸ਼ਾਬੰਧਨ, উর্দু: رکشا بندھن the bond of protection), বা রাখী (হিন্দি: राखी, পাঞ্জাবি: ਰਾਖੀ, উর্দু: راکھی) বা রাখীপূর্ণিমা ভারতের একটি উৎসব। এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব।[১][২] হিন্দু ,মুসলিম , জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে।[৩][৪][৫] এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখী নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক।[৬][৭] হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয়।[৬][৮][৯][১০] চিতোরের বিধবা রানি কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখী পাঠিয়েছিলেন। এর পর থেকে এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়।[৫]
রাখীবন্ধন
Rakhi 1.JPG
কবজিতে বাঁধার সাধারণ রাখী
আনুষ্ঠানিক নাম
রাখীবন্ধন উৎসব
রাখীপূর্ণিমা
অন্য নাম
রাখী
পালনকারী
হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ
সম্পর্কিত
ভাইবোন
বন্ধুত্ব
অনুষ্ঠান সম্পাদনা
পৌরাণিক রাখীবন্ধন সম্পাদনা
ঐতিহাসিক রাখীবন্ধন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা