Geography, asked by fiestamaahi, 1 month ago

ভৌগােলিক কারণ ব্যাখ্যা করাে:
লােহিত মৃত্তিকা অবশিষ্ট বা Residual (ক্ষয়) মৃত্তিকা |​

Answers

Answered by basaksarbhandar2020
0

Answer:

বৃষ্টিপাত দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সমূহ: 

বৃষ্টিপাত দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সমূহ: স্প্যালাস বা কর্দ্মাক্ত ক্ষয় [splash erosion] - বৃষ্টি শুরুর প্রথম দিকের বৃষ্টির ফোটার আঘাতে শুষ্ক মৃত্তিকার ধূলির আবরন অপসারন কে কর্দমেয় ক্ষয় বলে। 

বৃষ্টিপাত দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সমূহ: স্প্যালাস বা কর্দ্মাক্ত ক্ষয় [splash erosion] - বৃষ্টি শুরুর প্রথম দিকের বৃষ্টির ফোটার আঘাতে শুষ্ক মৃত্তিকার ধূলির আবরন অপসারন কে কর্দমেয় ক্ষয় বলে। শিট বা চাদর ক্ষয় [sheet erosion] - ঝিরঝিরে বৃষ্টিপাত যুক্ত  একটি বিস্তৃর্ন অঞ্চলে মৃত্তিকার উপরে থাকা সূক্ষ্ম ধূলিকনা সমূহ যখন জলের সাথে মিশ্রিত হয়ে ধুয়ে চলে যায়, তখন তাকে চাদর ক্ষয় বলে। 

বৃষ্টিপাত দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সমূহ: স্প্যালাস বা কর্দ্মাক্ত ক্ষয় [splash erosion] - বৃষ্টি শুরুর প্রথম দিকের বৃষ্টির ফোটার আঘাতে শুষ্ক মৃত্তিকার ধূলির আবরন অপসারন কে কর্দমেয় ক্ষয় বলে। শিট বা চাদর ক্ষয় [sheet erosion] - ঝিরঝিরে বৃষ্টিপাত যুক্ত  একটি বিস্তৃর্ন অঞ্চলে মৃত্তিকার উপরে থাকা সূক্ষ্ম ধূলিকনা সমূহ যখন জলের সাথে মিশ্রিত হয়ে ধুয়ে চলে যায়, তখন তাকে চাদর ক্ষয় বলে। নালিক্ষয় [Rill erosion]  - চাদর ক্ষয়ের পরবর্তী পর্যায়ে যখন জল গুলি সামান্য ঢালু অঞ্চলে একত্রিত হতে থাকে, তখন সেখানে অল্প গভীরতা যুক্ত সরু নালির সৃষ্টি হয়, যার মধ্যে দিয়ে জল প্রবাহিত হতে শুরু করে। এভাবে অসংখ্য ছোট ছোট নালীর মধ্যে দিয়ে জলপ্রবাহের ফলে যে ক্ষয় হয়, তাকে নালিক্ষয় বলে। 

বৃষ্টিপাত দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সমূহ: স্প্যালাস বা কর্দ্মাক্ত ক্ষয় [splash erosion] - বৃষ্টি শুরুর প্রথম দিকের বৃষ্টির ফোটার আঘাতে শুষ্ক মৃত্তিকার ধূলির আবরন অপসারন কে কর্দমেয় ক্ষয় বলে। শিট বা চাদর ক্ষয় [sheet erosion] - ঝিরঝিরে বৃষ্টিপাত যুক্ত  একটি বিস্তৃর্ন অঞ্চলে মৃত্তিকার উপরে থাকা সূক্ষ্ম ধূলিকনা সমূহ যখন জলের সাথে মিশ্রিত হয়ে ধুয়ে চলে যায়, তখন তাকে চাদর ক্ষয় বলে। নালিক্ষয় [Rill erosion]  - চাদর ক্ষয়ের পরবর্তী পর্যায়ে যখন জল গুলি সামান্য ঢালু অঞ্চলে একত্রিত হতে থাকে, তখন সেখানে অল্প গভীরতা যুক্ত সরু নালির সৃষ্টি হয়, যার মধ্যে দিয়ে জল প্রবাহিত হতে শুরু করে। এভাবে অসংখ্য ছোট ছোট নালীর মধ্যে দিয়ে জলপ্রবাহের ফলে যে ক্ষয় হয়, তাকে নালিক্ষয় বলে। খাত ক্ষয় [Gully erosion] - এই নালী বাহিত জল যখন পরস্পর মিলিত হয়ে আরো গভীর ও প্রশস্ত খাতের মধ্যে অতি দ্রুত বেগে প্রবাহিত হয়, তখন তাকে প্রনালী ক্ষয় বা খাত ক্ষয় বলে। যে সব স্থানে নালি ও খাত ক্ষয়ের দ্বারা প্রচুর পরিমানে ক্ষয় সাধিত হয় সেখানে বদভূমির সৃষ্টি হয়।

Explanation:

কেমন আছেন আপনি? :)

আশা করি সবাই ভালো আছেন।

LIKE,VOTE,FOLLOW PLEASE :)

MARK MY ANSWER BRAINLIST PLEASE:)

⬇️⬇️⬇️

Similar questions