India Languages, asked by subhasahani005, 6 months ago

ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?’– কবির এই মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?
RIT​

Answers

Answered by nitashachadha84
25

Explanation:

প্রলয়োল্লাস

কাজী নজরুল ইসলাম

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !

ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় ।

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !

আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল,

সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল !

মৃত্যু-গহন অন্ধকূপে

মহাকালের চণ্ড-রূপে —

ধূম্র-ধূপে

বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর !

ওরে ওই হাসছে ভয়ংকর !

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !

ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়,

সর্বনাশী জ্বালামূখী ধুমকেতু তার চামর ঢুলায় !

বিশ্বপাতার বক্ষ-কোলে

রক্ত তাহার কৃপাণ ঝোলে

দোদুল দোলে !

অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর —

ওরে ওই স্তব্ধ চরাচর !

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !!

দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়,

দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় !

বিন্দু তাহার নয়নজলে

সপ্ত মহাসিন্ধু দোলে

কপোলতলে !

বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর —

হাঁকে ওই 'জয় প্রলয়ঙ্কর !'

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !!

মাভৈঃ মাভৈঃ ! জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে

জরায়-মরা মুমূর্ষুদের প্রাণ-লুকানো ওই বিনাশে !

এবার মহানিশার শেষে

আসবে ঊষা অরুণ হেসে

করুণ বেশে !

দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর —

আলো তার ভরবে এবার ঘর !

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !!

ওই সে মহাকাল-সারথি রক্ত-তড়িৎ চাবুক হানে,

রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন বজ্রগানে ঝড়-তুফানে !

ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে !

গগনতলের নীল খিলানে !

অন্ধ কারার বন্ধ কূপে

দেবতা বাধা যজ্ঞ-যুপে

পাষাণ-স্তুপে !

এই তো রে তার আসার সময় ওই রথঘর্ঘর —

শোনা যায় ওই রথঘর্ঘর !

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !

ধ্বংস দেখে ভয় কেন তোর ? — প্রলয় নূতন সৃজন-বেদন !

আসছে নবীন — জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন !

তাই সে এমন কেশে বেশে

প্রলয় বয়েও আসছে হেসে —

মধুর হেসে ।

ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর !

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !!

ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডরা ?

তোরা সব জয়ধ্বনি কর !

বধূরা প্রদীপ তুলে ধর ।

কাল-ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর !—

তোরা সব জয়ধ্বনি কর !

তোরা সব জয়ধ্বনি কর !!

<b><marquee>mark me as brainliest

Answered by amikkr
0

"ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?’- " উদ্ধৃত অংশটির মাধ্যমে কবি যা বোঝাতে চান তা হল-

  • "ওই ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?’- " উদ্ধৃত অংশটি বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত "প্রলয়োল্লাস" কবিতা থেকে নেওয়া হয়েছে । কবির জীবন উল্লাসের কবিতা  'প্রলয়োল্লাস'। যেখানে কবি চির বিদ্রোহী নবযৌবনের কথা বন্দনা করেছেন। তারাই অর্থাৎ নবীনেরা একমাত্র পারে ভারতবর্ষকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে।
  • ব্রিটিশ ভারতবর্ষে দীর্ঘদিন যাবত শাসন করেছে। শুধু তাই নয় তারা ভারতবাসিকে ইচ্ছে মত নিপীড়িত, নির্যাতিত ও শোষিত করেছে। এইসব অসহায়দের ব্যথা-বদনা কবি খুবই  ব্যাথিত করেছে । নির্দয় সাম্রাজ্যবাদী শাসকের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে দরকার প্রয়োজন নির্ভীক মৃত্যুভয়হীন তরুণ বিপ্লবীদের এবং গণ আন্দোলনের । কবির এদের ওপর ভরসা অপরিসিম । শিবের প্রলয় নৃত্যে বা যুবসমাজের ধ্বংসাত্মক কার্যকলাপের পিছনে লুক্কায়িত আছে  সত্য-সুন্দর প্রতিষ্ঠার ইচ্ছে ।শিবচ রুদ্ররূপী ধ্বংসের দেবতা, পাশাপাশি সৃষ্টির দেবতাও  । তিনি একহাতে ভাঙেন আর গড়েন । ধ্বংসের মধ্য দিয়েই সৃষ্টির সূচনা হয় । তাই কবি "ভাঙা-গড়া খেলা" দেখে ভয় পেতে বারন করেছেন। কারন এরমধ্যে নবসৃষ্টি অর্থাৎ নতুন ভারতবর্ষের সূচনা হবে।

#SPJ3

Similar questions