Biology, asked by anweshab446, 6 months ago

কোথায় RNA জিন রূপে কাজ করে ​

Answers

Answered by chandan454380
1

Answer:

RNA ভাইরাসের ক্ষেত্রে RNA জেনেটিক বস্তু হিসাবে থাকে।

Answered by Manjula29
1

ক্রোমোজোমের প্রধান উপাদান হল DNA , আর এই  DNA  ই জিনের রাসায়নিক রূপ । DNA অণুই জীবের বংশগতির বৈশিষ্ট্য গুলি বংশ পরম্পরায়  এক পুরুষ থেকে অপর পুরুষে  বহন করে । এই কারণে DNA অণুকেই জিন বলে মনে করা হয় । তবে এমন কিছু জীবদেহ আছে যাদের  DNA থাকে না, কেবল RNA থাকে, সেক্ষেত্রে RNA জিন হিসেবে কাজ করে ।

উদাহরণ  হিসাবে আমরা এই দুই উদ্ভিদ ভাইরাসের নাম করতে পারি ।

1)  TMV  বা টোবাকো মোজেঈক ভাইরাস

2)  রোটা ভাইরাস

Similar questions