Computer Science, asked by GodReaper8504, 10 months ago

roktodan paragraph in Bengali in 250 words

Answers

Answered by mksmamta1407
7

Answer:

in bengoli.................?...

Answered by Anonymous
22

রক্তদান :

_________

• ভূমিকা : "রক্তদান হলো মহৎ দান",এই উক্তিটি আমরা সকলেই ছোটবেলা থেকে শুনে আসছি। রক্তদানের প্রয়োজনীয়তা এবং রক্তদান পদ্ধতি এবং আরো অন্যান্য রক্তদান সম্পর্কিত বিষয়ে আলোচনা করার জন্য এই অনুচ্ছেদটি রচনা করা হলো।

• রক্তদানের প্রয়োজনীয়তা : মানুষ চিকিৎসাবিজ্ঞানে অনেক উন্নতি সাধন করলেও এখনো অবধি কৃত্রিমভাবে রক্ত উৎপাদনের ব্যবস্থা আবিষ্কৃত হয়নি। তাই চিকিৎসার ক্ষেত্রে যেসব জায়গায় রক্তের প্রয়োজন হয়, সেইসব প্রয়োজন একমাত্র দান করা রক্তের মাধ্যমেই পূরণ করা সম্ভব।

• রক্তদানের পদ্ধতি : রক্তদান সর্বদা হাসপাতাল অথবা সঠিক সংগঠন দ্বারা আয়োজিত রক্তদান শিবিরের মাধ্যমে করা উচিৎ এবং অতিরিক্ত পরিমাণ রক্তদানের থেকে সর্বদা বিরত থাকা উচিত।

• উপসংহার : আমাদের দান করা রক্ত হয়তো কোন মুমূর্ষু রোগীর কাছে জীবনের নতুন বার্তা হয়ে পৌঁছে যেতে পারে তাই আমাদের সকলেরই উচিত এই মহৎ কাজে অংশগ্রহণ করা।

Similar questions