কোশচক্সের S দশাকে সঙশ্লেষ দশা বলা হয় ব্যাক্য টির যথা মর্যাদা বিচার করো
Answers
দশম শ্রেণীর কোষ বিভাজন উপ-অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে কোষ বিভাজনের S দশাকে সংশ্লেষ দশা বলা যাবে কি ? আবার আমরা ইতিমধ্যে দেখেছি পাঠ্যপুস্তক ও অনেক জায়গাতেই সরাসরি এই দশাকে আমরা সংশ্লেষ দশা হিসাবেই পড়েছি।আজকে আমরা আলোচনা করব এই দশাকে সংশ্লেষ দশা বলা কতটা যুক্তিপূর্ণ।
বাংলা (Bengali) গণিত (Math) ইংরেজি (English) ইতিহাস (History)
ভূগোল ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান মক টেস্ট (MCQ)
কোষ বিভাজনের S দশাকে সংশ্লেষ
কোষ বিভাজনের ডায়াগ্রাম
আরোও পড়ুন | ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর মধ্যে পার্থক্য লেখ। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পার্থক্য
কোষচক্রের S দশা G1 ও G2 এর মধ্যবর্তী দশা যখন DNA এর প্রতিলিপি গঠন ও হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। যেহেতু জিনোমের যথাযথ প্রতিলিপি গঠন সফল কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ তথা এই দশায় সেই প্রক্রিয়া শক্তভাবে নিয়ন্ত্রিত ও পরীক্ষিত হয়।S দশা চলাকালীন কোশটি ক্রমাগত জিনোমের অস্বাভাবিকতা পরীক্ষা করে।ক্ষতিগ্রস্ত DNA এর সনাক্তকরণ ঘটলেই এই দশার তিনটি আলাদা আলাদা চেক পয়েন্টে কোষ বিভাজনের অগ্রগতি বন্ধ হয়ে যায়। তাই কোষচক্রের S দশা খুবই গুরুত্বপূর্ণ এবং S দশাকে সংশ্লেষ দশা বলা যুক্তিপূর্ণ ।
আরোও পড়ুন | দশম শ্রেণী জীবন বিজ্ঞান জীবনের প্রবাহমানতা প্রশ্ন উত্তর কোশ বিভাজন । ক্রোমোজোম । জনন । বৃদ্ধি ও বিকাশ