(ক) এক পাশে দয়া করে দেহ মােরে ঠাই।'—কে একথা কাকে বলেছিল? তার এরূপ বিনয়ী প্রার্থনা।
S। সংক্ষিপ্ত প্রশ্ন (তিন-চারটি বাক্যে উত্তর দাও) :
কারণ কী?
(খ) আরে আরে অপবিত্র। দূর হয়ে যারে।”—কে একথা কাকে বলেছেন? পঙক্তিটি ব্যাখ্যা করাে।
(গ) ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে।—কীভাবে ভিখারি দেবতার মূর্তি ধারণ করেছিল এবং কেন?
ভক্ত কহে—‘প্রভু মােরে কী ছল ছলিলে।’-দেবতার ভক্তের সঙ্গে ছলনা করার প্রয়ােজন হয়েছিল কেন?
Attachments:
Answers
Answered by
0
Answer:
দেবতামন্দিরমাঝে ভকত প্রবীণ
জপিতেছে জপমালা বসি নিশিদিন।
হেনকালে সন্ধ্যাবেলা ধুলিমাখা দেহে
বস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে।
কহিল কাতরকণ্ঠে "গৃহ মোর নাই
এক পাশে দয়া করে দেহো মোরে ঠাঁই।"
সসংকোচে ভক্তবর কহিলেন তারে,
"আরে আরে অপবিত্র, দূর হয়ে যারে।"
সে কহিল, "চলিলাম"--চক্ষের নিমেষে
ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে।
ভক্ত কহে, "প্রভু, মোরে কী ছল ছলিলে!"
দেবতা কহিল, "মোরে দূর করি দিলে।
জগতে দরিদ্ররূপে ফিরি দয়াতরে,
গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।"
Answered by
0
Answer:
bhikari bhokot probin k bolechilen
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
8 months ago
Biology,
1 year ago
Math,
1 year ago